লেখক: সানাউল্লাহ সাকিব।
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার পরিস্থিতিতে চলতি ২০২১–২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-জানুয়ারি) পণ্য আমদানিতে প্রায় ৪৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে জুলাই-মার্চ—এই ৯ মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ১৮ শতাংশ। আবার একই সময়ে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ শতাংশ। তবে সব মিলিয়ে বৈদেশিক মুদ্রায় যে আয় ও ব্যয় হয়ে থাকে, তাতে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। এ কারণেই ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম বেড়ে ৯২ টাকার কাছাকাছি উঠে গেছে বলে মনে করেন ব্যাংকাররা।
এদিকে খোলাবাজারেও ডলারের জোগান ও চাহিদায় বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। এখন খোলাবাজারেও প্রতি ডলার ৯২ টাকা ছুঁই ছুঁই করছে। যদিও রপ্তানি ও প্রবাসী আয়ের সঙ্গে খোলাবাজারে ডলার কেনাবেচার কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের দাম ৮৬ টাকা ২০ পয়সা। কিন্তু আমদানিকারকদের দায় পরিশোধের ক্ষেত্রে কোনো কোনো ব্যাংক এখন প্রতি ডলারের বিপরীতে ৯০ থেকে প্রায় ৯২ টাকা নিচ্ছে। বিশেষ করে ভোগ্যপণ্য আমদানিকারকদের কাছ থেকেই বাড়তি দাম নেওয়া হচ্ছে। অবশ্য ব্যাংকগুলোকেও একটির কাছ থেকে অন্যটিকে বেশি দামে ডলার কিনতে হচ্ছে।
ব্যাংকেও ডলার ৯২ টাকা ছুঁই ছুঁই
দেশ থেকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব ও চিকিৎসার জন্য ভারতে যাওয়া অনেক বেড়ে গেছে। আবার কেনাকাটা ও ঘোরাঘুরির জন্য দুবাইসহ বিভিন্ন দেশে যাওয়ার হারও বৃদ্ধি পেয়েছে। এভাবে বিদেশ যাওয়ার সময়ে মানুষ মার্কিন ডলার সঙ্গে নিয়ে যাচ্ছেন। এ কারণে নগদ ডলারের ওপর চাপ বেড়ে গেছে। সে জন্য অনেকেই বলছেন, যিনি যে দেশে যাচ্ছেন, তাঁর জন্য সেই দেশের মুদ্রা সহজলভ্য করা হলে তা ডলারের ওপর চাপ কমাত।
রাজধানীর গুলশান ও মতিঝিল এলাকার মানি চেঞ্জারসহ খোলাবাজারে গতকাল বৃহস্পতিবার মার্কিন ডলার ৯১ টাকা ৭০ পয়সা দরে বিক্রি হতে দেখা গেছে। বেশি পরিমাণ ডলার কিনলে অবশ্য ১০ পয়সা কমে মিলছে। একই অবস্থা ব্যাংকগুলোতেও।
আলাপকালে মানি চেঞ্জার ও খোলাবাজারের একাধিক মুদ্রা ব্যবসায়ী বলেন, সাধারণত বিদেশ থেকে যাঁরা আসেন, তাঁরা ডলার আনেন। নগদ ডলারের জোগানের এটাই একমাত্র মাধ্যম। আর দেশের মানুষের হাতে যা থাকে, তা অনেক সময় বিক্রি করেন। এ ছাড়া বিদেশি পর্যটকেরা ডলার বিক্রি করে টাকা নেন। কিন্তু এখন ডলার বিক্রি করতে খুব বেশি গ্রাহক আসেন না। ব্যবসায়ীরা নিজেদের হাতে থাকা ডলার বিক্রি করছেন। এ জন্য দাম বাড়ছে।
সূত্র: প্রথম আলো।
তারিখ: এপ্রিল ০৮, ২০২২
রেটিং করুনঃ ,