আরও একটু বেশি নেশা নিতে চাই
যাতে করে কিছুতেই ঘোর না কাটে
দিন রাত সমান হয়ে তোমাকেই যাতে
দেখি সারাক্ষণ।
তুমি এক শান্তির নীড়
বাঁধাহীন, এক উম্মত্ত আকাশ
অনন্তঃ কালের প্রকাশ
বাসনার ঠিকানা
ভালোবাসার হাজতখানা।
তোমার ডিঙ্গি নৌকার চোখে
খেয়া নৌকার মত ঠোঁটে
ঘনো কালো অরণ্য সমান চুলের তলে
মৌমাছি ফুলের নেশায় ছুটে আসে যেমন দলেদলে
আমিও যেন ছুটে আছি প্রচন্ড নদী স্রোতে
যেখানে আমার শান্তির নীড়, অপেক্ষায় অধীর যেন ছুটে চলেছি জন্মক্ষণ হতে।।
ফুল ফোটার সময় ছড়ায় যে নব ঘ্রাণ
তেমন তোমার নব ঘ্রাণে সজীব থাকুক আমার প্রাণ
পূর্ণিমার নরম আলোর মত তুলতুলে হাতের মুঠিতে
কিছুতেই যেন না পারি ছুটিতে
শক্ত বন্ধনে কেটে যাক এ জীবনের পুরোটা সময়।
এক রেখায়, এক পথে সারা জীবনে এক পরিচয়।
আরও একটু বেশি করে নেশা দিও
জগত সংসার সব হোক তুচ্ছ, শুধু তুমি একজন
তুমি যে প্রিয়, জীবনের অধিক থেকে অধিকতর প্রিয়
তাই আরও একটু বেশি করে নেশা দিও।।
তারিখ: আগষ্ট ০৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,