কোথায় তুমি লুকিয়ে রাখো
তোমার বেদনার ভান্ডার
আসে না নজরে, আসে না চোখে
অনুভূতি আর চেতনায় সু-ষ্পষ্ট।
বেদনা কি ঝরে পড়ে শ্রাবণের ঝর ঝর ঝড়ার মাঝে
ঝরা পাতার মত ক্রমাগত !
অলস দুপুরের রোদের মত !
দীঘিতে একা সাঁতার কাটা হাঁসটির মত!
রাতের অনেক অনেক নক্ষতের মত
কেবলি যারা জেগে জেগে রাত কাটায়।
আমি কি তবে হতে পারি তোমার বেদনা ধারণের কোন প্রাত্র !
সব বেদনা চুষে নিয়ে যেমন তপ্ত বালিতে ফোঁটা জল রাশি !
দুটি ডানা যদি দিতে পারি
ইচ্ছা মত উড়তে পারও যদি
দুঃখ বোধ, যন্ত্রণা বোধ যখন আসে!
অথবা হালকা বোধে ফুরফুরে হাওয়ার মত
যতক্ষণ শান্তি, প্রশান্তি না আসে মনে।
তারিখ: ফেব্রুয়ারী ০৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,