একজন নায়িকার মত তুমি-
ট্রয় নগরের, মিশরের সেই অতি যুগ হতে-
মধ্য কালের শিরি, লাইলি আনারকলি হয়ে
সব প্রতিভা রূপ সৌন্দর্য গুণ নিয়ে তুমি।
মায়া বিশ্ময় সব অলৌলিক মোহ ছড়িয়ে
একজন নায়িকার মত তোমার আবির্ভাব আমার জীবনে।
রাজ রাজের সাজের সদর তোরণে তোমার প্রবেশে
বিশ্মিত হয়ে থেকেছি একজন অবুজ বালকের মত
একটি খেলনার আশায়, পুত্রের ফিরে আসার অপেক্ষায় মা যেমন।
কখন যে সব প্রতিভা রূপ সৌন্দর্য গুণ নিয়ে তুমি
ঠাঁই গেঁথে নিলে অন্তরে
মিলে নি শুধু তার হিসাব।
বিশ্ময়ে আমি প্রতি ক্ষণ কম্পিত এই আমি, আমার আমি।
অসহায় হয়ে থেকেছি, ভেবেছি কালের পরে কাল-
প্রতিভা রূপ সৌন্দর্য সব গুণ নিয়ে
একজন নায়িকার জন্ম হয় কি করে!
নিজেকে স্ব-সন্মানে রেখেছি যখন তুমি
একজন নায়িকা হয়ে
জগতের প্রতিভা রূপ সৌন্দর্য গুণ নিয়ে
তুমি মিশেছো আমার মন প্রতি ক্ষণে
কেবলি শান্তির পরশ দিতে।
সকল দহন যাতনা জ্বালা মুছে দিতে।
একজন নায়িকার মত নও তুমি
সত্য একজন নায়িকা হয়ে তুমি আমার অন্তর প্রাণে
নিঃশ্বাসে, বিশ্বাসে। বেঁচে থাকার ঘ্রাণে।
কেবলি তোমার ছোঁয়া পাই।
তারিখঃ আগষ্ট ০৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,