সম্রাট আকবরের নবরত্নের এক রত্ন আবুল ফজল সুবে বাংলাকে নিয়ে মহাচিন্তিত হয়ে এর নাম দিয়েছিলেন, ‘বুলঘা খানা’। এর অর্থ চির অশান্তির দেশ। ঐতিহাসিক কাল থেকে বাঙালিরা দুই ধরনের অশান্তির জন্ম দিয়ে আসছে: পরাধীন হলে এরা জোট বেঁধে স্বাধীনতার জন্য লড়াই করে। আবার স্বাধীন হওয়ামাত্রই তারা দুই দলে ভাগ হয়ে নিজেদের ধ্বংস করে। জীবজগতে এই স্বভাবটি অ্যামিবার। অ্যামিবা পরিণত হওয়া মাত্রই নিজেকে দ্বিখণ্ডিত করে। অ্যামিবার আরেকটি বৈশিষ্ট্য হলো, এদের দেহে মস্তিষ্ক নামক কোনো পদার্থ নেই। আমাদের ইতিহাস তাই অ্যামিবার মতো পরিণত হওয়ামাত্রই বিভক্ত হওয়ার ইতিহাস, নির্বোধের উত্তেজনার ইতিহাস।
রেটিং করুনঃ ,