যতই আশা ফুরায়ে যাক, হারায়ে যাক ফুরাবে না অবশেষে
যেখানে উঠেছে বেড়ে ফুলে ফুলে বাগান অন্তর ভালোবেসে।
সব দিয়েছি বিলায়ে শুধু এইটুকু আশা রেখেছি মনে জাগ্রত
নানান আশার ফুলগুলি তাই ফুটেছে অবিরত,
শুষ্কতা দিলেও মনে প্রফুল্লতা দিও
আশা সব কেড়ে নিলেও তবুও থেকো প্রিয়।
কিছু না পেলেও তবুও তোমাকেই দিরদিন চাবো
তোমাকে না পেলেও তোমান মন-মন্দিরে ঠাঁই পাবো।
আশা ফুরালেও, সব ফুরালেও তুমি ফুরাবে না
মনে ধারণ থেকে কখনও অন্তরও জুড়াবে না।
গভীর অন্তরে যার ঠাঁই, প্রতি ক্ষণে ক্ষণে যার পরশ পাই
তুমি জাগ্রত অন্তরে সদাই, দূর- বহু দূরে তুমি কখনও নাই।।
তারিখঃ মে ২১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,