বীরবলের একটা গল্প ছিল, সবচেয়ে বড় বোকা কে? বাদশাহ বললেন, বীরবল, রাজ্যের সবচেয়ে বড় বোকাকে ধরে আনো তো! বীরবল রাস্তায় বের হলেন। বোকাদের ধরে আনলেন। বাদশাহ বললেন, বলো, এরা কে কী বোকামো করেছে।
বীরবল বোকাদের বোকামির বর্ণনা দিতে লাগলেন।
১. হুজুর। এক লোক রাতে লাইটপোস্টের নিচে পয়সা খুঁজছে। আমিও তার পাশাপাশি দাঁড়িয়ে পয়সা খুঁজতে লাগলাম। তাকে জিগ্যেস করলাম, পয়সাটা কোথায় পড়েছিল। লোকটা বলল, ওই যে ওই গাছটার নিচে। আমি বললাম, তাহলে এখানে খুঁজছেন কেন? লোকটা বলল, গাছের নিচটা অন্ধকার। ওখানে খুঁজে লাভ নেই। এখানে আলো আছে, তাই এখানে খুঁজছি।
২. এক লোক গাধার পিঠে চড়ে যাচ্ছে। তবে তার বোঝাটা নিজের মাথায়। তাকে বললাম, বোঝাটা গাধার পিঠে চাপাও না কেন? সে বলল, তাতে গাধার পিঠে বেশি ওজন চাপানো হয়ে যাবে যে!
সূত্র: সংগৃহিত।
তারিখ: জুন ১২, ২০২১
রেটিং করুনঃ ,