আমার চোখে একটি অপলক দৃষ্টি রাখো,
উদার প্রশস্ত যেখানে মহাকাশ ছুঁয়েছে-
মেঘ শূণ্য আলোকিত আকাশ।
চোখে চোখে দৃষ্টির ঘর্ষনে-
হঠাৎ আকাশে শ্রবণের বিদ্যুতের মত
মেঘের সাথে বজ্রপাতের দল যেমন করে খেলা করে
ঠিক তেমন একটি অপলক দৃষ্টি রাখো বিদ্যুৎ ক্ষণের মত।
অধিক সময় ধরে আমার চোখে একটি অপলক দৃষ্টি
ভারী পাথরের মত হোক এমনটি আশা করি নি।
বিদ্যুৎ ক্ষণের মত, বিদ্যুৎ চমকানোর মত, খুব চকিত
আমার চোখে তোমার একটি অপলক দৃষ্টি চেয়েছি শুধু।
আমার এইটুকু আশা যা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
অথচ বিশ্ব-ভ্রমান্ডে সবচেয়ে মূল্যমানের।।
তারিখঃ সেপ্টম্বর ২৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,