আজ ১লা ফাল্গুন। ১৪ ফেব্রুয়ারি। আজ ভালোবাসার দিন, বিশ্ব ভালোবাসা দিবস।
দীর্ঘ শীতের পর সকালে উঠে দেখি রোদের রঙ বদলে গেছে। কনকনে কাঁপন ধরানো বাতাসটা একটু উষ্ণ হয়েছে।উঁচু থেকে নীচের দিকে নেমে যাওয়া পথের দুপাশের সজনে গাছ ফুলে ফুলে নুইয়ে গেছে।পলাশের ডালে দু’একটা কুড়ি।সামনেই ফুলে ফুলে ভরে যাবে গাছটা।জানি –
” ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত”।
বাজারি অর্থনীতি আজকের দিনটাকে ভালোবাসার দিন হিসেবে ঘোষণা করেছে।চারিদিকে ঘৃণার বিষ যেভাবে হিংসার সমুদ্র মন্থন করে রোজ তুলে আনছে একদল স্বার্থপর আর মিথ্যার কারবারিরা, তারপরও বাজার বলে চলে ভালোবাসার দিন নাকি আজ! পারিপার্শ্বিকতায় তাকালে ভালোবাসায় আস্থা রাখাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।এই দেশের এতকালের চেনা ছবি,পরিচিতি বদলে দিতে যাদের বিষাক্ত জিহ্বা রোজ ঘৃণাছড়ায়,বাজারি মিডিয়া সান্ধ্য আসরে প্রতিবেশী রাষ্ট্রের, বিপরীত মতের মুণ্ডপাত করে আমাদের মাথার গভীরে সংক্রমিত করে গোপন হিংসা।
রণ রক্তের স্বাদে মুখের ভাব ব্যাদান করে চলে যারা,তারাই তারস্বরে কোন একটি দিনকে ধরে বলবে ভালোবাসার কথা।তারা বলুক না বলুক প্রতিটি দিন হোক ভালোবাসার।এত ঘৃণা আর বিষাক্ত দ্বেষ ভুলে আমরা হাতে হাত রাখি।দুঃখার্ত মানুষের দিকে বাড়িয়ে দেই হাত,মুছিয়ে দেই তার গোপন অশ্রু- একি ভালোবাসা নয়? যে সহযোদ্ধারা আজও পথকে আগলে আছে, শীত- গ্রষ্মের দহন সয়ে – একি ভালোবাসা নয়? দূরে গিয়েও যে দু’একটা চেনা মুখের দেখা পাব বলে বার বার ঘরে ফিরি- এ কি ভালোবাসা নয়?
গভীর ভালোবেসে যে কৃষক রোজ ভোরে মাঠে গিয়ে প্রথম ধানের “থোর” দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে – সেকি ভালোবাসা নয়? এর উত্তর আমরা জানি।তবু বাজার বড় বালাই। একদিন হয়ত “সব কিছু নষ্ট অধিকারে” চলে যাবে।চলে গেছেও।তবু যাওয়ার আগে, পরে থাকবে ভালোবাসার স্মৃতি।স্মৃতি ঘেঁটে বহুদিন আগে পড়া কবিতাটা বের করে এনে আবারও পড়ে নিলাম আজকের দিনে। আজ তো ” ভালোবাসার দিন” বিশ্ব ভালোবাসা দিবস।
ভালোবাসা – কবি — নবনীতা দেবসেন
ভালবাসা হল – বাড়ি ফিরতে দেরী হলে যখন মা বলে ” কি হল আজ অনেক দেরী হয়ে গেল “!
ভালবাসা হল – কাজের থেকে ফিরে বাবা যখন প্রশ্ন করে “আজ খুব খাটাখাটুনি গেল “?
ভালবাসা হল – বৌদি যখন বলে “কিরে মেয়ে দেখেছি তোর জন্য । তোর কাউকে পছন্দ থাকলে বল “!
ভালবাসা হল – যখন দাদা বলে ” তুই একদম চিন্তা করিস না । আমি তো আছিই”!
ভালবাসা হল – মন খারাপ বুঝতে পেরে ছোটো বোন যখন বলে ” চলনা দাদা , একটু ঘুরে আসি “!
ভালবাসা হল – প্রিয় বন্ধু যখন জড়িয়ে ধরে বলে ” তোকে ছাড়া কিছু জমে না রে ” !
এইগুলো খুবই ছোট কিন্ত জীবনের অমুল্য মুহূর্ত । এইগুলো হারিয়ো না ।
ভালবাসা শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা নয়।
ভালবাস তাদের যারা তোমার জীবনের এক একটা বিশেষ অংশ জুড়ে আছে ।
যখন ছোট্ট মেয়েটি বাবার মাথা যন্ত্রনা করছে বলে কপাল টিপে দেয় – সেটাই ভালবাসা ।
যখন স্বামীর জন্য চা করতে গিয়ে স্ত্রী তাতে একটা চুমুক দিয়ে দেখে চিনি টা ঠিকঠাক হয়েছে কিনা ! – সেটাই ভালবাসা ।
যখন মা সন্তানের জন্য খাবারের বড় টুকরোটা সরিয়ে রাখে – সেটাই ভালবাসা ।
পিচ্ছিল রাস্তায় যখন তোমার বন্ধু তোমার হাতটা শক্ত করে ধরে রাখে – সেটাই ভালবাসা ।
ফোনের ইনবক্সে যখন দাদার মেসেজ আসে – কিরে ঠিকঠাক পৌঁছে গেছিস তো ! – সেটাই ভালবাসা ।
একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর নাম ভালবাসা নয় ।
ভালবাসা হল – যখন তোমার একটা একটা ছোট্ট মেসেজ তোমার বন্ধুর মুখে হাসি ফোটায় ।
নিরাপত্তা , বন্ধন , বিশ্বাস আর একটু যত্নের নামই ভালবাসা ।
সূত্র: সংগৃহিত।
তারিখ: ফেব্রুয়ারী ১৪, ২০২১
রেটিং করুনঃ ,