সাহিত্যের বিবিধ শাখার মধ্যে #Poetry বা “কবিতা” সাহিত্যের মুকুট স্বরূপ। আর এটি সাহিত্যের প্রাচীনতম শাখা এবং নিদর্শনও।
খ্যাতনামা ফরাসী সাহিত্যিক “সমারসেট মম (W. Somerset Maugham)” এর একটি উদ্ধৃতি দেই।
“The crown of literature is poetry. It is its end and aim. It is the sublimest activity of the human mind. It is the achievement of beauty and delicacy. The writer of prose step aside when the poet passes.”
শেষ লাইনটা ভয়াবহ– “একজন কবি যখন যাবেন তখন একজন গদ্যকার পথ ছেড়ে দিয়ে একপাশে দাড়াবেন…”
উল্লেখ্য, সমারসেট মম নিজে কিন্তু কবি ছিলেন না, তিনি একজন গদ্যকার ও প্লে-রাইটার। এবং তার সময়ের সর্বোচ্চ সম্মানী পাওয়া লেখক!!! তিনি অকপটে কবিতা ও কবিদের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন।
আরেকজনের উদ্ধৃতি দেই।
বাংলা সাহিত্যের বরপুত্র কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ লিখেছেন –
“….. কবিতা না লিখলেও কিছু গদ্য তো লিখেছি। যদিও একজন গদ্যকার কবির পদধূলিরও নিচে থাকেন।”
এত সম্মান কবিদের…!
সবাইকে “বিশ্ব কবিতা দিবস” এর শুভেচ্ছা।
সূত্র: সংগৃহিত।
তারিখ: মার্চ ২১, ২০২১
রেটিং করুনঃ ,