‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা দুনিয়ার সবচেয়ে নৃশংস খুনিকে জড়িয়ে ধরেছেন- এমন দৃশ্য খুবই হতাশাজনক।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরকে এভাবেই কটাক্ষ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাশিয়ার পৌঁছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বাসভবনে দীর্ঘক্ষণ সময় কাটান মোদি। হালকা চালে অনেক বিষয়ে দুই নেতার মধ্যে আলাপ আলোচনা হয়। দুই রাষ্ট্রনেতার এই হৃদ্যতা দেখেই তোপ দাগেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা দুনিয়ার সবচেয়ে ‘নৃশংস খুনি’কে জড়িয়ে ধরেছেন- এ দৃশ্য খুবই হতাশাজনক।
এদিকে সেদিনই ইউক্রেনে বিশাল বড় হামলা চালানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। অভিযোগ, রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের ৩ জন শিশু সহ ৩৭ জনের মৃত্যু ঘটেছে। এই আবহে ঘুরিয়ে নরেন্দ্র মোদিকে তোপ দেগেছেন জেলেনস্কি। সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি লেখেন, ‘রাশিয়ার নৃশংস হামলায় ৩ শিশু সহ ৩৭ জনের মৃত্যু হয়েছে। ১৭০ জন জখম হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন শিশু।’ এই হামলার কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে জেলেনস্কির অভিযোগ, ‘ইউক্রেনের সর্ববৃহৎ শিশু হাসপাতালে রুশ হামলায় ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে বহু শিশু। আর সেই সময় বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের নেতা বিশ্বের সবচেয়ে বড় অপরাধীকে আলিঙ্গন করছেন।
সূত্র: মানবজমিন।
তারিখ: জুলাই ০৯, ২০২৪
রেটিং করুনঃ ,