বন্ধু আমার – হৃদয়ে ছুঁয়ে দেওয়া প্রতি সেকেন্ডের
কোন খানে বসাই তোমায় কোন আসনে ! কোন শ্রেষ্ট সময়ের !
সু-উচ্চের উপরে আরও যদি,
উচুঁতে সর্ব্বচো সন্মানে বয়ে যাওয়া নদী।
সেই তুমি সেই-
অন্য কোন উপমা আর নেই।
জগতে যে সন্মান হয় নি আর রচিত
সব্বর্চো মনি-মুক্তায় রত্ন খচিত।
তবুও আসে না শান্তি, মনে খানিক বিশ্রাম
হৃদয়ের তুমি কেবলি বন্ধু, হৃদয় কোণে ঠিকানা ধাম।
অবিশ্বাস যেখানে বাসে না বাসা
কোন প্রতরণাহীন যেখানে সত্য প্রতিজ্ঞা পণ
প্রতি সেকেন্ডের তুমি বন্ধু সেই ক্ষণ।
রক্তে বয়েছে রক্ত, নিঃশ্বাসে নিঃশ্বাস-
বন্ধু আমার কেবলি হৃদয়ে তুমি বিশ্বাসের বিশ্বাস।
তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,