যে মায়ায় বেঁধে রাখা আমায়
তার কি বাঁধন কেটে দিতে চাও!
আটকাবো তবে কি দিয়ে কোন হৃদয়ের ছায়ায়!
জীবনের যত গতি মাখা দিন
কখনও শ্রাবণ ধারায়, কুয়াশায়, স্বচ্ছতায় শুষ্কতায় বৃষ্টিবিহিন।
সবই নিয়ে মেনে ঘাত আঘাত
দুঃসহ যত কাটে প্রতি দিন রাত
হিসাব রাখি নি তার
যেখানে নিরোত্তর অধিকার,
তবুও হারাতে চায় না মন
ক্ষণিকের পরশ, ক্ষণিক দেখা অনুক্ষণ।
এই চাওয়াটুকুতে বাঁধা থাকে গভীর গহীন অন্তর প্রান্তর।
কারণে অ-কারণে ভেসে আসে কানে সেই চেনা কণ্ঠ-স্বর
ফেরাতে পারও
আমি ফিরাব না, বাঁধা পড়া বহু পাঁকে
সবার হয় না ফিরে যাওয়া, জীবন বাঁধা মায়ার বাঁকে।
ক্ষুদ্রটুকু ক্ষণ আমার জন্য দিও রেখে
দিন কেটে যাবে জীবন নদীতে নিঃরবে, এঁকে বেঁকে।
শুধু এইটুকু সান্ত্বনায়-
চিরকাল তোমার অপেক্ষায় বিশাল করুণা মায়ায়।
তারিখঃ ডিসেম্বর ০৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,