এক একটি না দেখার সময় দিন বড় অর্থহীন মনেই হয় যখন সারি বন্ধ হতে থাকে দীর্ঘ শ্বাস ক্রমাগত ভাবে, জানান দেয় মনে বিশাল এক শূণ্যতা। কারণ বুঝা হয় না। সঠিক একটি লক্ষ্য থেকে সরে আসতে থাকি, সামনে থাকে না কী জীবনের লক্ষ্য, কোনটা চাওয়ার মত ! কি বা পেতে চাই। পেলেই কি শূণ্যতার অবসান হবে !
এ শূণ্যতা, লক্ষ্য হীনতা, জীবনের অর্থহীনতা কোন কিছু মুছে যাওয়ার মত নয়। এই সব বিশাল মাপের বৈশিষ্ঠ নিয়ে অন্তত কেউ না কেই জীবনের যে কোন সময়ে চলে আসে অন্তত হলেও একবার, ভালো লাগা বোধে চালিত হয়ে ভালোবাসার এক পরিমন্ডলে যেখানে থাকে অসম্ভব সব বিষয় ও বৈশিষ্ঠ মন্ডলি কিন্তু এসবকে মানিয়ে রাখা যায় না, বশ মানে না, চলে তারা নিজ গতিতে নিয়ন্ত্রিত হয় অবচেমন মন থেকে যেখানে চেতন মন বড় অসহায়।
চেতন মনের কোন যুক্তি আর কার্যকর হয় না, অবচেতন মন তাকে ঘুরিয়ে বেড়ায় এক কল্পনার রাজ্যে যে খানে সবই সম্ভব বলে ইচ্ছার চাওয়াগুলি খুব বাস্তব হয় তখন সেই অবচেতন তাড়িত মনে, তাই আসে প্রবল ভালোলাগাবোধ, প্রত্যশা, বাসনা। অবচেতন মন সবই সম্ভব বলে তাকে চালিত করে, সেও চলে কল্পনার পথ ধরে।
অপলকা বলে যাকে জেনেছি মেনেছি, যাকে দেখায় চোখের পলক কখনই পড়ে না, সেই অপলকা আজ এমনই বিশাল এক শূণ্যতার জগৎ।
তারিখঃ মার্চ ১১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,