যাওয়ার সময় কি রেখে যাও, কেবল খুঁজে ফিরি
অন্তহীনের পথে, সমুদ্র অরণ্য মরু-ভূমি পর্বত গিরি,
যা পা্ওয়ার সবই হয়তো পাই কেবলি তোমাকে বিহিন
তাই যে আমার বৃথা কাটে সাধনার যত রাত্রী দিন।
জীবনের সকল চাওয়া হয় যেন পাওয়া নিমিষে
তোমাকে পাওয়ার আশায় সকলি যায় মিশে বিষে,
কোথায় থেকে আসো! কখন আসো মনের দুয়ারে
হয় না জানা, যাওয়ার সময় বুঝি দূরুত্ব বিষাদ ভারে!
ধীরে ধীরে সমুখ থেকে যখন দেখি তোমার মিলিয়ে যাওয়া
যাওয়ার সময় যা রেখে যাও তা কেবল তোমাকে না পাওয়া।
সে যে শুধু অসীম শূণ্যতা, শুধু হাহাকার
দীর্ঘ ভারী নিশ্বাসের ভার।।
তাই যে আমার সকল কর্ম তোমাকে খুঁজে খুঁজে বেড়ানোয়
মর্মে মর্মে বুঝি পাথর যাতনায় তোমাকে নিত্য হারানোয়।।
যে হারাবার প্রতি সময়ে বারবার সে হারায়েই যায়
জানি না তুমি কোন না-পাওয়ার অসীম অতৃপ্ত মায়ায়!
আমার ভাগ্য পথের লিখনে যা লিখা কেবলি কি শূণ্য তুমি!
মেনেছি বেশ, না পাওয়ার তুমি এক বিরান হাহাকার ভূমি।।
তারিখঃ নভেম্বর ১২, ২০১৯ (শ)
লিফট
রেটিং করুনঃ ,