ফরাসি নাট্যকার জঁ র্যা কিনে (১৬৩৯-১৬৯৯) কয়েক শতক আগেই বলে গেছেন, সংসারে কোনো গোপন ঘটনাই গোপন থাকে না। সময় একদিন সবকিছুর খোলামেলা করে দেয়। তখনই বাধে হুলুস্থুল।
মার্কিন কথক, লেখক, মনোশীলনকারী আইয়ানজা ভ্যানজান্টও সতর্ক করতে বাকি রাখেননি। তাঁর ভাষায় ‘ফ্যামিলি সিক্রেটস’ যত গোপন সিন্দুকে বন্দী করে রাখবেন, কোনো লাভ নেই। একদিন তা ব্যাপক ধংসলীলা চালাবেই।
=========
আপনার পোস্ট পড়ে Mahatma Ghandhi’র একটা উক্তি মনে পড়লো। তিনি বলেছেন, ‘Where there is love there is life.’ গান্ধীর কথার প্রতিধ্বনি খুঁজে পাই Oscar Wilde’র একটা উক্তিতে। তিনি বলেছেন, ‘Keep love in your heart. A life without it is like a sunless garden when the flowers are dead.’ তবে প্রেমের ব্যাপারে Aristotle’র একটা উক্তি আমার খুব পছন্দ। তিনি বলেছেন, ‘Life is composed of a single soul inhabiting two bodies.’ প্রেমের সারল্য ও সহজলভ্যতার গুরুত্বকে Martin Luther King, Jr. অনুধাবন করেছেন কিছুটা ভিন্নভাবে। তিনি বলেছেন, ‘I have decided with love. Hate is too great a burden to bear’
আপনার কবিতায়ও প্রেমের গভীর বোধ অনুভূত হল, যা আপনি বেশ সাবলীল ভাষায়ই বর্ণনা করেছেন। প্রেমকে নির্দিষ্ট কোন সংজ্ঞায় ফেলানো মনে হয় কখনোই সম্ভব না। কারণ সবার জীবন দর্শন এক না। তাই ভিন্ন ভিন্ন দর্শনে এর রূপ বৈচিত্র্য ও মাধুর্য ভিন্নভাবে ধরা দিবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা ব্যাপারে হয়তো কোন মতপার্থক্য নাও থাকতে পারে, সেটা হল এর অনুভূতি, যাকে স্বর্গীয় বললেও মনে হয় অত্যুক্ত হবে না। Mother Teresa’র একটা উক্তি দিয়ে মন্তব্যটা শেষ করছি। তিনি বলেছেন, ‘I have found the paradox, that if you love until it hurts, there can be no more hurt, only more love.’
রেটিং করুনঃ ,