বিড়াল অনেকের খুব পছন্দ, আর বিড়াল খুব আরাম প্রিয়, মনে মনে বেশ ভীতুও বটে এই কারণে একটি কথা প্রচলিত আছে যে ” বিড়াল কি এমনি এমনি গাছে উঠে !” – ভয় পেলে বিড়াল গাছে উঠে” আবার মনে হয় কিছুটা বোকাও বটে তাই হয় তো বলা হয় ” বিড়ালের মুখের চাওয়া চাওয়ি দেখা মাত্র বুঝা যায় আমাদের প্রিয় খাবারের দিকে মুখ দিতে চলেছে সে।
থাক সে সব কথা, ইংরেজীতে বিড়ালকে বলে CAT , কিন্তু এই Cat এর মধ্যে লুকিয়ে আছে জীবনে সাফল্য অর্জনের সংক্ষিপ্ত মূল মন্ত্র, কিন্তু সেই মূল মন্ত্র আমার মেনে চলা হয় নি বলে সাফল্যও হাতে ধরা দেয় নি, যেটাকে বলা যায় লালন শাহের কথায় ” সময় গেলে সাধন হবে না”
যদি ধরা যায় –
C অর্থে Concentration অর্থাৎ একাগ্রচিত্ত, জীবনে সাফল্য আনতে মূল বিষয়টির ( শিক্ষা, লিখা, অর্থ আয়, চিত্র শিল্প, নৃত্য অভিনয় ইত্যাদি ) প্রতি একাগ্র চিত্ত থাকা প্রয়োজন।
A অর্থে Ability অর্থাৎ সামর্থ, জীবনে সাফল্য আনতে মূল বিষয়টিকে সম্পর্ণ করার জন্য সামর্থ থাকা প্রয়োজন। গণিতে খুব কাঁচা, ইতিহাসে ভালো কিন্তু পদার্থ বিদ্যায় পারদর্শী হওয়ার ইচ্ছা, পদার্থ বিদ্যায় পারদর্শী হয়ে উঠার কথা নয়। ।
T অর্থে Tolerance অর্থাৎ সহিষ্ণুতা; জীবনে সাফল্য আনতে মূল বিষয় সহ প্রায় সব বিষয়ের প্রতি সহিষ্ণুতা বোধ থাকা প্রয়োজন।
রেটিং করুনঃ ,