নিবিড় করুণায় মাখা তোমার মুখে
উজ্বল শিখা জ্বলে কি আনন্দ নরম সুখে!
চাঁদের আলো জোনাক আলো সবেই মানে হার-
তোমার মুখের সাথে পাই না কারও তুলনা আর।
বিশ্ময়ে অবাকে ভাবি কি রহস্য এই রূপের প্রভায়
ভূবন আলোকিত করে কি ভাবে এতো জ্যোতি ছড়ায় !
অধিক আঁধার চিনে ভুলেছি আজ সব আঁধার
তাই যে তোমার আলোকিত মুখে মিশে একাকার।
এমনি ভাবে যতদিন তোমার নিবিড় করুণায় মাখা মুখে
আমার সকল দুঃখ যাতনা যেন থাকে মাখা মুখে লুকে।
বাসনাহীন ক্রন্দনহীন এই আমি চিনেছি যে ভাবে তোমাকে
তাই যেন সত্য হয় নিবিড় করুণায় জীবনের প্রতি বাঁকে বাঁকে।
যতটুকু চাওয়া ছিল উদার আকাশে গিয়েছি কি মিলায়ে!
রাখি নাই সে হিসাব যতটুকু সঞ্চয় তোমাকে দিয়েছি বিলায়ে।।
তারিখঃ অক্টোবর ২৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,