মাঝে মাঝে বেশ অনুরাগী হও, অভিমানিও
পরিমানে কতটা! বুঝে নিও যতটা তুমি প্রিয় !
মানুষ বিচিত্র তুমিও সেই ধারায়
ধরা পড়ে আছি তোমার আঁখির ভাষায়।
মেঘের চলাচল নানান আকারে নানান রঙে
মায়ের কোলে হাসি মাখা মুখে শিশুর ঢঙে
তেমন তোমার মনের চলাচল পাখির ডানায়,
নবীন সবুজ পাতায়, আপন গতিতে ধর্ণা ধারায়
অনাবিল, সাবলিল তোমার যে খুব সহজ প্রকাশে
উদয় হয়ে আছো আমার হৃদয়ের বিশাল আকাশে।
একটু দূরে থাকতে যদি বল তবে দূরে যাব
অনুভূতি ঘেরা ভুবনে শুধু তোমারই ছোঁয়া পাব।
অনুরাগী হও, আর অভিমানি হও তখন অপরূপ সৌন্দর্য করে ভর
তাই; আমি চাই আরও বেশিতে শ্রাবণ ধারায় হও তুমি বাসনার বর।
তারিখঃ জুলাই ২৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,