একজন তোমাকে দেখেছিল শুধু লেখার জন্য কবিতার লাইন
লেখা হোক ভাষার সৌকর্যে ফসলের ক্ষেত, সারি সারি পাইনের পরে পাইন।
লাইনগুলি একটি কবিতা হয়ে উঠুক- এমনটি ছিল না তার চাওয়া।
অবাক হয়ে সে শুধু চেয়েছিল তোমার মাঝে বিশ্ময়ের আসা যাওয়া
এমন কি সে কোন কবিও হতে চায় নি।
কারণ, তোমাকে নিয়ে কোন কবিতা লেখার তার সাহস কখনও পায় নি।
তবুও তোমার চুলের বর্ণনায় শব্দে শব্দে সাজিয়ে ছিল গভীর অরণ্য বন
তোমার শুভ্র হাসিতে সে তার শব্দে শব্দে জাগিয়েছিল আনন্দ সুখের কম্পন।
তোমার আঁখি দুটিতে
সৌন্দর্য বর্ণনায় রাখে নি কিছু বাকিতে
কখনও দীঘিতে, মুক্ত আকাশে
কখনও সত্য প্রকাশে
কখনও তুলনা করেছিল হঠাৎ উড়া পাখিতে।
তোমার ছন্দময় চলায় কত রকমের সে যে পেয়েছিল ছন্দ তাল
শব্দের গাঁথুনীতে কত যে কালো রাতকে করেছিল আলোকিত সকাল।
অথচ কেউ দেখেছে তোমাকে কণ্যা, ভগ্নি, মাতা রূপে
বন্ধুর আড়ালে অনেকে তোমাকে দেখেছে রহস্যে চুপে চুপে।
অবশেষে সে কর্মজীবি হতে পারে নি, বিত্তবান বা লেখক, কবি।
শিল্পী হতে পারে নি তবুও সে এঁকে গিয়েছে তোমার অমর একটি ছবি।
বিচিত্র এক মানুষের কথা তোমাকে আজ জানালাম, শুনালাম
লোভহীন আশাহীন যে মানুষটির কখনও ঝরে নি বাসনার ঘাম।।
তারিখঃ অক্টোবর ১৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,