সম্প্রতি যখন আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস মহাকাশে গিয়েছিলেন, পৃথিবীতে তাঁর অনুপস্থিতিতে কে হলেন শীর্ষ ধনী, তা–ই নিয়ে আলোচনা ছিল বিস্তর। কিন্তু এবার মিছামিছির ১১ মিনিট নয়, পৃথিবীর হিসাবে আসলেই বদলে গেছে শীর্ষ ধনীর নাম। গত শুক্রবার এক দিনে আমাজনের শেয়ারের ৭ দশমিক ৬ শতাংশ দরপতন হয়। তাতে বেজোসের সম্পদ কমে যায় ১ হাজার ৩০০ কোটি ডলার। সেই সুযোগে ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান মোয়েট হেনেসি লুই ভিটনের (এমএইচএলভি) মালিক বার্নার্ড আর্নলড বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যান বলে জানাচ্ছে ফোর্বস।
সূত্র: প্রথম আলো
তারিখ: আগষ্ট ০১, ২০২১
রেটিং করুনঃ ,