প্রযুক্তির কল্যাণে অনেক কিছু পাওয়ার মধ্যে আমরা যেটি বেশি বেশি করে পেয়েছি তা হচ্ছে বাটনের প্রয়োগ যা বাংলায় কতকগুলি বোতামে ব্যবহার। আজকাল অনেক কিছুতেই বাটনে চাপ দিতে হয়, কিছু লিখতে গেলে, টাকা উঠাতে গেলে, ঘরে আলো জ্বালাতে গেলে, ফোনে কথা বলতে গেলে, সু-উচ্চ ভবনে উঠতে বা নামনে গেলে। দিনে দিনে বাটনে চাপ দিয়ে এগিয়ে চলার ক্ষেত্র ক্রমশঃ বেড়েই চলেছে।
বাটনে চাপ দিয়ে চলার কারণে আমাদের জীবন পদ্ধতি আগের তুলানা মূলক ভাবে অনেক দ্রুত ও সহজ করে দিয়েছে সেই সাথে জীবনকে অনেক ঝুঁকির মধ্যেও ফেলে দিয়েছে। সঠিক বাটনে টিপ না দিলে নানান বিপত্তি সেকেন্ডে সেকেন্ডে, আলো না জ্বলে আলো নিভে যেতে পারে, আলোর বদলে বৈদ্যুতিক পাখা চালু হতে পারে বিশ হাজার টাকা উত্তলনের বদলে দশ হাজার টাকা হাতে চলে আসতে পারে অথবা সু-উচ্চ ভবনের উপর তলায় না উঠে নিচে নেমে যেতে হতে পারে, উদাহরণ দেওয়ার বিবরণী বড়ই হতেই থাকবে।
আমাদের জীবন পদ্ধতিতে যথেষ্ট সতর্কতা যুক্ত করে চলতে হচ্ছে সেই সাথে প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণের, বর্তমানে যে ধারায় জীবন চলছে তা সঠিক ভাবে তাল মিলিয়ে চললে কোন বিপদে বা পিছিয়ে পড়ার সম্ভবনা কম।
কিন্তু একান্ত পারিবারিক জীবনে, ভালোবাসার মত অনুভূতি বিকাশে যদি বাটন প্রয়োগের বিষয় বস্তু এসেই পড়ে তখন কি ধরণের বিপত্তির সৃষ্টি হবে তা বেশ ভাবচ্ছে। আমাদের বেঁধে নেওয়া বা মেনে নেওয়া ২৪ ঘন্টার যে দিন সেখানে দিন ক্রমশঃ ছোট হয়ে আসছে
তারিখ: জুন ১২, ২০১৮
রেটিং করুনঃ ,