১. বাজেট ২০২০
এবারের বাজেটে এমন কিছু শোনানো হবে মনে হবে যে; এ দেশে কিছুই হয় নি শুধু এক সীমিত পরিসর ছাড়া !
২. বাজেট -২০২০
“বাজেট পেশ হচ্ছে আজ
কপালে পড়েছে বড় ভাঁজ
না জানি কিসের বাড়ে দাম !
চিন্তায় ঝড়ছে শুধু ঘাম।”
কোন কিছুর দাম না কমলেও নিশ্চিত এবারের বাজেটে কমছে না আমার দাম।
৩. বাজেট-২০২০
এবারের বাজেটে মোবাইল সেবার ওপর কর আরেক দফা বাড়িয়েছে এতে করে কি মোবাইলে কথা বলা কমবে ! কথা হবে হরদম! কথা বলায় বাঙালীকে কখনই দমিয়ে রাখা যায় নি। নেটের বিলও বাড়বে তাই বলে কি ফেস-বুকিং কমবে !
তথ্য প্রযুক্তিগত এই বিশ্ব ব্যবস্থায় যারা অন-লাইন ভিক্তিক লেখা পড়া করে, অনেক কিছু জানার আগ্রহ নিয়ে থাকে, জ্ঞানার্জনে যারা নিজেকে বিশ্ব জ্ঞানের সাথে সংপৃক্ত করেছে বরং তাদের লেখাপড়ার খরচটা বেড়ে গেল !
৪. বাজেট – ২০২০
সারা বিশ্বে এবার সেখান জিডিপি প্রবৃদ্ধি হয় শূন্যের নিচে না হয় উপরে ! সেখানে দেশের বর্তমান প্রেক্ষাপটে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা !
অবাক বিস্ময়ে পৃথিবী তাকিয়ে রয়
এমন প্রবৃদ্ধি কি বাতাসে হয় !
আকাশ নীল সমুদ্র নীল
গাছে গাছে কত যে কোকিল !
তারিখঃ জুন ১১, ২০২০
রেটিং করুনঃ ,