বাজেট দিলে দাম বাড়ে !
ভোগাস কথা একে বারে,
এ বাজেট জনতার তরে-
স্বপ্ন আছে থরে থরে।
বিলাসী বাজেট কে বলে !
বিলাস দিয়ে দেশ চলে !!
বাজেটে আছে চমক বিরাট
প্রবৃদ্ধি, উন্নতি, সাফল্যের মাঠ।
দাম বাড়লে তাতে কী !!
শরিষা ইলিশে ভাত খেয়েছি,
কেনো সবাই গয়না শাড়ি –
গুলশানে কয়েকটা নতুন বাড়ি।
বাজেট দিলে দাম বাড়ে,
বোঝা পড়ে গরীবের ঘাড়ে,
গরীব মারার মস্তো বাজেট-
পুড়বে এবার জনতার পেট।
রাবিশ কথা, খুবই বাজে,
এসব বলা আপোজিটদের সাজে,
ঘাটতি বাজেটের মজা আলাদা-
ভালো বলেছেন আমাদের দাদা।
মেট্রো রেল বাজেট জুড়ে
আপোজিটদের কেন মন পুড়ে !
গরীবের জন্য ট্যাক্স ফ্রী-
খাবে তারা পান বিড়ি।
পদ্মা সেতু থাকবে ঝুলা,
এটা হলো পাবলিক মূলা
বাজেট এবার পথ চলার-
জনতার আছে কি বলার !!
তারিখ জুন ০৬, ২০১৪
রেটিং করুনঃ ,