কি বা হবে ! যা যা স্বপ্নে ভেবেছো
হয় তো পেয়েও যাবে, সবে।
নাই বা যদি পাও ঐ সব দামী দামী যা অর্থে মেলে
খুব কি ক্ষতি হবে !
বরং কোন রকম কেটে যাওয়া দিন রাতের মত
জীবন যদি দিতে পারি !
নিঃশর্ত দিন যাপন। ইচ্ছা মত সময় কাটানো ঘর।
পরীর সাজ, আনন্দ ঘর। অতৃপ্তি, কষ্টের দুয়ারে তালা।
চাঁদের আলোতে মাখানো মুখ করে দিতে পারি।
খিল খিল করে হাসি মুখের একটি শিশু মন যদি ভরিয়ে দিয়ে পারি তোমার হৃদয়ে।
একটাই শুধু সীমান্ত রেখা থাকবে – হারিয়ে না যাওয়ার রেখা।
জনম জনম যেন পাই তোমাকে একান্তে।
স্বপ্নে যা যা ভেবেছো-
তেমনি আমারও স্বপ্নে বুনন শুধু তোমাকে নিয়ে।
এই সামান্য সময় কালের জীবনে খুব কি তোমার ক্ষতি হবে !
আমার স্বপ্ন পূরণে তুমি যদি পা বাড়াও
দামী দামী স্বপ্নগুলি যদি হারাও !
ক্ষুদ্র প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি পণে যা তোমাকে চেয়েছি দিতে
যদিও কালের স্রোতে
কেউ আর রাখে না বিশ্বাস পণ প্রতিশ্রুতিতে।
খুব কি তোমার ক্ষতি হবে !
আমার স্বপ্ন পূরণে তুমি যদি পা বাড়াও
অবশেষে আমাকে যদি প্রতারক রূপে সব কিছুই হারাও !
জীবনের প্রতি বাঁকে বাঁকে
কতই না বাজিমাত থাকে
হয় তো ফাঁদ পাতা বাজিমাতে যাবে হেরে
তবুও তো নিজ রূপে, নিজ নিড়ে, আসবে ফিরে যেমন সন্ধ্যার পাখি ফেরে।।
ঘুরে দাড়াবে প্রতারক ভন্ডদের বিরুদ্ধে
ডাক দিয়ে যাবে শুদ্ধ সমাজ গড়ার যুদ্ধে।।
তারিখ: জুন ০২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,