আগামীকাল খুব ভোরে –
কোথায় যেতাম আমরা !!
কটা রজনী গন্ধা, দুই একটা গোলাপ ফুল হাতে !!
দেখা হত, হয় তো যাওয়ার পথে,
অথবা ফেরার পথে বা শহীদ মিনারে,
খালি পায়ে, ওড়নায় ঢাকা তুমি।
দেখা হতই অথবা চোখের কথায় জানা হত।
একটি দৃঢ় উজ্বল দিনে কথা,
একটি প্রত্যয়ী গম্ভির ভোরের কথা।
প্রাণের বাঙলা ভাষায় –
আমরাও কত বার বলেছি ” ……কি ভুলিতে পারি !! ”
যে ভাষা, জীবনে জড়ায়ে থেকে গেল
অ-ভিন্ন থেকে গেল একই বৃত্তে।
তবে ঠিকানাহীন হয়ে তুমি, ভিন্ন হয়ে তুমি,
দূর – কোন বহু দূরে তুমি –
তবুও একটি মিল থেকে গেল।
একটি ঠিকানা জানা হল,
তুমি, আমি বাঙলায় কথা বলি।
তারিখ: ফ্রেবুয়ারী ২০, ২০১৩
রেটিং করুনঃ ,