বহু দিন হয় – দেখা হয় না-
কথা হয় না, তবুও বহু কথা অপেক্ষা করে আজও!
বুঝা হয় না কেন সকল বাঁধার প্রাচীর ডিঙ্গিয়ে-
একটুকু দেখা করার, দুই একটা কথা বলার-
বাসনা যেন ফাঁসির মঞ্চ থেকে আসামীর দ্রুত পালানোর স্বপ্নের মত!
অধীর আগ্রহে দাঁড়িয়ে শোকের কাপড় পরে প্রিয় স্ত্রী, সন্তানরা,
স্বামী ফিরছে……, বাবা ফিরছে………….. প্রাণ নিয়ে এমন তীব্র আশার মত।
তোমার কি ফেরা হবে ফাঁসির মঞ্চ থেকে দ্রুত পালানো আসামীর মত !
তোমার সাথে কি দেখা হবে !
স্বামী ফিরছে, বাবা ফিরছে প্রাণ নিয়ে এমন তীব্র আশার মত !
যদি অফুরন্ত বার দেখা হতো, কথা হতো !
এই জীবন এই জগৎ আর শূণ্য হতো না কখনও !
অনেক বার দেখা, বাকি থেকে যায়
তোমার মুখ, চোখ শুধু উপমা হতে পারে এই সব বাকি থাকার
অনেক কথা বলা, বাকি থেকে যায়
তোমার ঠোঁট, কথা বলার ভঙ্গিমাটা শুধু উপমা হতে পারে!
এই সব বাকি থাকার।
কত ভারী ওজনের কষ্টরা বুকে চেপে বসলে
খুব সহজেই বলতে পারি, থাক! বাকি থাক!
বাকি দেখাটুকু দেখা বাকি থাক-
বাকি কথা বলাটুকু বাকি থাক !!
তারিখঃ অক্টোবর, ০৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,