>
” আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতূহলভরে–” – রবীন্দ্রনাথ ঠাকুর।
কবি গুরু তাঁর ১৪০০ সাল কবিতাটি যা ১৩০২ সালে রচিত, শতবর্ষ পরেও কিন্তু আমরা কবিতাটি পড়েছি, এখনও পড়ছি, তিনি জানতেন তাঁর লেখার গভীরতা সম্পর্কে ! তাঁর দৃঢ় বিশ্বাস ছিল শতবর্ষ, বহু শতবর্ষ পরেও তাঁর কবিতা, গল্প, প্রবন্ধ সকল লেখা পাঠকগন কৌতূহলভরে পড়ে যাবেই।
এমন দৃঢ় বিশ্বাস আমার কখনই ছিল না বা হওয়ার কথাও না যে, একদিন পরেও কেউ আমার একটি লেখা পড়বে ! শুধু কয়েকজন চোখ বুলিয়ে যাবেন এমন দশা প্রায় হয়তো অনেকেরই ক্ষেত্রে। কিছু কথা তাই ছুড়ে দিলাম মহাকাশে আর পৌঁছাবে মাত্র হাতে গনা দশেক জনের চোখে ! আবার সেই দশজন থেকে ছয়জনের চোখে না পড়ারই কথা!
আমার লেখা পড়ে আমাকে অনেকে শুধু উৎসাহিত করেন, নাই সমোলোচনা নাই সতর্কিকরণ বরং কবি সুকুমার রায়ের কবিতার মতই তারা, যেন তারা-
“শিং নেই নোখ্ নেই,
ছোটে না কি হাঁটে না,
কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস ফাঁস,
মারে নাকো ঢুঁশঢাঁশ,
নেই কোন উৎপাত,” – কবি সুকুমার রায়।
মাঝে মাঝে ভাবি জগতে এ তো ভালো কিছু থাকতে লেখা-লেখি কেন যে আমাকে কিছুটা বাঁশিওয়ালার মত বশ করে নিল !! যার লেখাগুলির আয়ুকাল একটি দিন মাত্র ।।
তারিখঃ অক্টোবর ৩১, ২০১৭
নোট : ছবিটি নেট থেকে সংগ্রহিত।
রেটিং করুনঃ ,
/// মাঝে মাঝে ভাবি জগতে এ তো ভালো কিছু থাকতে লেখা-লেখি কেন যে আমাকে কিছুটা বাঁশিওয়ালার মত বশ করে নিল !! যার লেখাগুলির আয়ুকাল একটি দিন মাত্র ।। //——
কেউ সমালোচনা করে না??
আমি করছি, ” একজন বিনয়ী লেখকের লেখা আমি হয়তো আরো পঞ্চাশ বছর পরে পড়তে পারব না, তবে পড়বে আমার উত্তরসূরি!! “
ধন্যবাদ আপা তবুও মানে আশা রেখে যাই আমার লেখাগুলি নেটের পাতা থেকে নামিয়ে নামিয়ে পড়বে আপনার আমার উত্তরসূরিগণ। এমন কথা ভেবে মনে সুখের সঞ্চার করার মধ্যে আছে এক ধরণের আত্ম-সন্তষ্টি এটাকেই অর্জন ধরে নেই।
সু-চিন্তিত মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপা।
আমি বিশ্বাস করি যার সত্তায় নমনিয়তা বা বিনয় আছে সে বা তার লেখা কখনো মরে না। সে বেচে থাকে অনন্তকাল।
যার সত্তায় নমনিয়তা বা বিনয় আছে সে বা তার লেখা কখনো মরে না। সে বেচে থাকে অনন্তকাল।
খুব অল্প কথায় অনেক সত্য কথা বলেদিয়েছেন – যা হয় তো অনেক কথা লিখেও সঠিক কথা ফুটিয়ে তোলা যেত না।
অনেক অনেক ধন্যবাদ ও সেই সাথে অনেক অনেক শুভেচ্ছা।
চমৎকার লেখা।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
মাঝে মাঝে ভাবি জগতে এ তো ভালো কিছু থাকতে লেখা-লেখি কেন যে আমাকে কিছুটা বাঁশিওয়ালার মত বশ করে নিল !! যার লেখাগুলির আয়ুকাল একটি দিন মাত্র ।। :think9: :nono1:
না কেন করেন মালেক ভাই !
আমার তো মনে হয় আমার লেখাগুলির বয়স এক দিনই হওয়ার কথা, আজ অসংখ্য লেখক নিজ নিজ লেখা ( কবিতা, গল্প প্রবন্ধ ) পড়া নিয়ে ব্যস্ত থাকেন বেশি। আমি পাঠক পাবো কোথায় !!