কত নতুন জন আপন হলো, পর হলো কত পুরাতন বন্ধু-বর
সেই যে পুরাতন অনেক কথায় বাঁধা, সে কখনও হলা না পর!
আড়ালে দিলে কাছে আসে
দূরে ঠেলে দিলে মনে ভাসে।।
ছাড়াতে চাইলে জড়ায়ে থাকে
কেমন তার গড়ন! তার ধরণ! বাঁধা পড়ি ঘোর-পাকে!
কি কথা ছিল বলার বাকি
যদি কোন প্রতিশ্রুতি নাকি !
ছিল কি কোন কথা দেওয়া !
যা হয় নি ফেরত নেওয়া !!
ফেরত নিলে হয় তো আর –
হতো না অতীত কিম্বা কবেকার !!
মার্চ : ০৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,