দূরকে কখনও বড় করে দেখি নি
এই তো খুব কাছের কতজন থাকে ইউরোপের নানা দেশে
যুক্তরাষ্ট্রে, কানাডায়, ভারতে, ব্রাজিলে, জাপানে
এমনি করে অনেক দেশে।
বরং তারাই বেশ কাছে প্রযুক্তির কল্যানে।
ঠিক দূরে নয় আবার কাছেও নয় তুমি!
যার রূপ দুরত্ব ! প্রযুক্তি এখানে অচল,
বিজ্ঞানীদের আবিষ্কার এখানে জটিল,
এ যে কোটি কোটি মাইল ভেদ করেও
এ দূরত্বকে ভেদ করা যায় না আর-
দাঁত ওয়ালা কাঠ কাঁটা করাত দিয়ে কলিজা কাটা হয়ে-
যে দূরত্ব!
সে দূরুত্বে আজ তুমি কত বিশাল সীমাহীন ! মহা জাগতিক স্তরের!
থাকতে পারো তুমি কাছে, খুব পাশে বসে
অন্য হিসাবে বাঁধা পড়ে নিয়েছো আশ্রয় দূরত্বে আজ
বিশ্বাসে ঠোকর দিলে এই দূরত্ব আসে অচমকা।
দীর্ঘ এই পথ অতিক্রমের দুঃসাধ্য !
অথচ দূরকে, দূরুত্বকে ছোট্ট করেই দেখেছিলাম বরংবার।
আজ আলোক বর্ষের চেয়েও বহুগুণের দূরুত্ব!
বহুগুণের দূরুত্বে আমি এবং তুমি।।
তারিখ: নভেম্বর ০৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,