মনে মনে আশা জাগে সাথে আনন্দ ধারা
জীবন কি বৃথা যাবে তোমাকে ছাড়া !
যত দেখি মন পুলকিত, হৃদয় আলোকিত নানান সাজে
জরা জীর্ণ বিদায়ে মনে নতুনের আয়োজন ধ্বনী বাজে
ঠোঁটের কোণে দেখি যে হাসি মেঘে মেঘে বিদ্যুত ঝিলিক
আঁধার মাখা ভুবন আলোকিত তখন আমার চারিদিক।
তাই তো তোমাকে চিনেছি হৃদয়ে যতনে রেখেছি
কিছু কথা বলার বাসানায় নানা আশা এঁকেছি।
এক শব্দে তিন শব্দে যখন কদাচিৎ কথা হয়
চাওয়ার কিছু থাকে না আর আঁধারে আলোকময়
মনে জাগে বাসনা কেন কথা হয় না অবিরত
মায়ের সাথে শিশুর অফুরানো কথা বলার মত।
ভাগ্য লিপি কি বদলাবে যা লেখা আছে লিপিতে
তুমি শুধু পারও আমার ভাগ্য লিপি বদলিয়ে দিতে
কথা বলায় যে সুখ একান্তে শুধু দুজনায় দুজনায়
পরিমান তার সুখের সীমানা ছাড়িয়ে অসীম সীমায়
সেই অসীম সীমায় বসত গড়ার বাসনা আমার
খিলখিল কথা রাশিতে ঝিলিক হাসিতে একত্রে একাকার।।
অসীম তুমি, শক্তির রাণী, দিও বসত গড়ার অধিকার
ক্ষুদ্র দানে কখনই ফুরাবে না, তোমার দানের অসীম ভান্ডার।
তারিখঃ জুলাই ২৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,