বর্ণিলার আজ বিয়ের একদিন পার হলো, অলকের মনে হলো দীর্ঘ একটি যাত্রা পথ পাড়ি দিয়ে একটি জটিলতম সীমান্ত পার হয়ে আর একটি ভুবনে আসা। এখন বর্ণিলা অনেক পরিপক্ক, সংসারী হিসাব করে পথ চলার মেয়ে। ইচ্ছা মত যা করার অভ্যাসটা আপাতত বন্ধ আবার নিজ যোগ্যতা দিয়ে সবাইকে মানিয়ে নিয়ে আবারও হয় তো শুরু হবে নিজেকে নিজের মত করে সাজিয়ে চলা। তার স্বাধিনতা থাকবে সে স্বাবলম্বি তার চাকুরী আছে আয় অর্জন আছে সেটি তাকে প্রত্যয়ি করে তুলবে।
সংসার যাত্রায় আরো হিসাবি হয়ে তার চলাচলটাই দিকে বেশি নজর থাকবে, ভবিষৎ সঞ্চয় পরিকল্পনা মত চলাচল এইসব। অলকের ধারণা বর্ণিলা তার জীবনটাকে একটি বলয়ের মধ্যে গুটিয়ে রাখবে, একদিক দিয়ে সে এখন মুক্ত অন্য বিবাহিত মেয়েদের মত সেও বিবাহিত মেয়ের স্বাদ পেয়েছে যা এতোদিন তার ছিল না। এখন থেকে সে আরো বেশি করে জানবে নিজেকে যা হয়তো তার জানার আওতায় ছিল না।
দুইটা জীবন এক হয়ে কী বিশাল এক শক্তি সঞ্চয় করে এখন তা বর্ণিলার হাতে, তারপরও থেকে যায় একটি দীর্ঘ পথ চিরদিনের সাথীর সাথে চলার মধ্যে যে জানার প্রয়োজন অধিক ভাবে সেটির একটি পর্যবেক্ষন যদিও সব ছেড়ে দিতে হয় বিশ্বাসের উপর। সংসারটাই বিশ্বাসের উপর ভর করে চলে তারপরও সর্তক থাকাটা ইদানিং যেন খুব প্রয়োজনীয়। খালি চোখে অনেক কিছু দেখা যায় না, অন্তরের চোখ, উপলব্ধির চোখ দিয়ে দেখে যেতে হয়।
সাজ-সজ্জ্বা এতোদিন তার নিজের জন্য থাকলেও সেটা আরো নিজের জন্য হওয়াটা খুব জরুরী এই সাজ সজ্জ্বা এক ধরণের বিপত্তির সূচনা করে সেই সাথে খোলামেলা মিলা মেশা। অলকের ধারণা এইসব বিষয়ে বর্ণিলা অনেক জ্ঞান রাখে।
দিনে দিনে অনেক পথ পাড়ি দিতে হবে বর্ণিলার আর সেই পথ সুখময় শান্তিময় আনন্দেরও সাফল্যের হয় এটাই অলকের চাওয়া, অলকের যে চাওয়ার পিছনে কোন স্বার্থ ছিল না ছিল শুধু বর্ণিলাকে আলোকিত দেখা।
তারিখঃ জুলাই ২৫, ২০২০
রেটিং করুনঃ ,