বর্ণিলাকে দেখতে পচ্ছে অলক এখনও তার ভাবনার মত এই তো আর কয়েক ঘন্টা ( ৭২) পড়েই বর্ণিলার অন্য জগতে প্রবেশ যেখানে দুইজন মিলে একটা জগৎ হয়ে যায়। বর্ণিলাও এক হয়ে যাবে আর ওটাই সবচেয়ে সুখের এই পৃথিবীতে, যতদিন একটি জগৎ হয়ে থাকা যায় !
বর্ণিলার সামনে অনেক ধরণের ভাবনা, অনেক কাজ বারবার অন্য কোথাও তার হারিয়ে যাওয়া। কিছুটা বিচলিত তারপরও খুব স্বাভাবিক কিন্তু ভিতরে ভিতরে অলক ততটা স্বাভাবিক থাকতে পারছে না, মনটা বিষন্ন কিন্তু কেন বিষন্নতা সেটা সেও বুঝতেও পাচ্ছে না। জগৎ এমনই; এখানে অকারণে নানান অনুভূতির জন্ম হয় কিছুদিন মনে খুব খুব তোলপাড় করে, ঢেউ তুলে আবার থেমে যায় হঠাৎ দেখার একজন মানুষ কোন কারণ ছাড়াই মনে দাপিয়ে বেড়ায় আবার জীবনের খুব পরিচিত মানুষটিকে নিয়ে মনে অনুভূতির সঞ্চার হয় না। অনেক সময় কারণ ছাড়া বিষয়গুলি মনে অনেক জায়গা দখল করে রাখে আবার ধীরে ধীরে মিশে যায় !
কেন যে অলকদের মনে বর্ণিলারা ভর করে জায়গা দখল করে! দাপিয়ে বেড়ায় তা এক গভীর রহস্য; এই রহস্যের ফাঁদ থেকে অনেক অলকরা বেড়িয়ে আসতে পারে না, আবার অনেক বর্ণিলারাও পারে না। যদি পারত তা হলে হয় তো পৃথিবীর মানুষগুলি একই রকমের হয়ে যেত !
বর্ণিলা তার জীবনের পথ ধরে এগিয়ে যাক যাকে নিয়ে অলকের কোন প্রত্যাশা ছিল না অলক তা মানে কিন্তু তারপরও অলকের কাছে বর্ণিলা কিছু একটা হয়ে ছিল! হয় অদৃশ্য কিছু ! কোন মায়া! কোন শক্তি!
তারিখঃ জুলাই ২১, ২০২০
রেটিং করুনঃ ,