বর্ণিলা সূচনা কথা- পর্ব-৫২ (বাহান্ন)
এ যেন এক অমূল্যহীন সেই সাথে সৌভাগ্যের দিনমালা নানান ছন্দে, ভঙ্গিমায়; আত্মবিশ্বাসের তৃপ্তিতে একজন সুখি বর্ণিলা, মাঝে মাঝে ঝামেলায় যুক্ত হয়ে কিছুটা বিরুক্তি ভাবে কিন্তু সেখানেও এক অনবিন্দ শিল্প-কর্ম, চিরদিনের সেই হাসিরাশিতে মাখা মুখ মনে হয় সারাক্ষণই অতীত সুখ রোমন্থের মহাকাল।
অলক আজও বড় সৌভাগ্যবান ঠিক তার সম্মুখ ভাগে বর্ণিলার পদচারণা পুরো শরীরটার কারুকার্য, ভঙ্গিমার যাদু সবই ঘটছে অলকের সামনে। অপলক দৃষ্টিতে অলক, কখনো দৃষ্টি পাহাড়ী ভূমিতে, নৌকায়, সরোবরে, ঢেউ খেলানো অরণ্যে কখনো বিস্তর্ন কোমল প্রস্ততঃ ভুমিতে; আলোকিত বর্ণে। জীবন্ত অভিনয় মঞ্চের প্রথম সারির দর্শক আজ অলোক। মুখোমুখি অবস্থানটাই বেশি। পাখির নীড়ের চলাচল প্রতি সময়ে ঠিক উপর থেকে ছিল তলা পর্যন্ত অনেক বেশি মধ্য ভাগের রহস্যের ভান্ডারে।
একুশের পরে যে লাবণ্য ভর করেছি তাতে ভাটা পড়েছে বেশ তবুও সাথীর সাথে নিবিড় বসবাস প্রায় হয়, কখনো থাকে বিরুতি তবে সাথীর সাথে ভ্রমণ, কিছু ঘটনার বর্ণনা প্রায় মুখে শুনা যায়।
অলকও প্রায় অধির হয়ে থাকে তাকে পর্যবেক্ষণের অপেক্ষায় থাকে সারাক্ষণ তাকে পর্যবেক্ষণে কাটুক সময়। মুহুর্তের বিরুতি ঘটলে এক কথায় অলক অস্থির।
সৌন্দর্য ভান্ডারের যে রাজ-কণ্যা অন্যের কাছে তার মূল্য সাধারণ হলেও অলকের কাছে বর্ণিলা জগৎ শ্রেষ্ট সৌন্দর্য ভান্ডারের রাজ-কণ্যা, প্রতি লোম কূপ, শরীরের বিন্দু, অংশ, চলাচল, ভঙ্গিমা সবই অলকের কাছে এক অবাক বিশ্ময়।
গভীরে যা ঢাকা সেই ভূমির রহস্য নিয়ে বারবার অলক থাকে বিচলিত অস্থির মহা-আকর্ষনের এক কেন্দ্র বিন্দুতে সদা ঘর্ণায়মান।
বর্ণিলার এই যে চলাচল নানান ভঙ্গিমার উপস্থাপন, সন্দেহহিন এক বর্ণিলার অবাধ চলচল অলককে দিয়েছে মহামূল্যবান এক জীবনের সন্ধান। যদি কখনও বর্ণিলার উপর বিরুক্তি আসে তা ক্ষণিক যেন এক দমকা বাতাস। পুরোটাই সত্য যেখানে সে অলকের এক রাজ-কণ্যা; অলক রাজ্যের এক রাজ-কণ্যা।
দীর্ঘায়িত হচ্ছে অলকের জীবন বাড়ছে জীবনের সাহস অনেক উঁচু স্তরে পৌঁছানোর এক অদম্য ইচ্ছা। কর্ম, বর্ণিল পোষাক নানান ভঙ্গিমায় যে রাজ-কণ্যার যে দর্শণ উপস্থাপন এ সবই আজ অলকের সম্পদ বেঁচে থাকার চালিকা শক্তি আর রাজ-কণ্যা মহা দান।।
একই রূপে রাজ-কণ্যা অলকের ঠিক সম্মুখ ভাবে অবস্থন নিয়ে থাকুক এটাই অলকের প্রত্যাশা আর আজ যে অলক পরিবর্তিত আগের তুলনায় অনেক ভালো যদিও অনেকটাই সৌভাগ্যের উপর ভর করে আর এই ধারা ক্রমাগত থাকুক এটাই অলকের আশা বাদ।
তারিখ: আগষ্ট ২৮ ২০২৪
রেটিং করুনঃ ,