বর্ণিলা সূচনা কথা- পর্ব-৫১ (একান্ন)
দীর্ঘ একটি ছুটির পরে বর্ণিলা বর্ণিল সাথে সাজে নি নতুন পোষাকে আসার কথা ,সেই সদা হাস্যময়, আত্ম-তৃপ্তিতে সদা পরিপূর্ণ। আসনে দোল খেয়ে খেয়ে সময় কাটানো, সমমনাদের সাথে সারাক্ষণে হাসিতে মুক্তা ছড়ানো।
অলোকের এ যে এক সৌভাগ্য প্রায় সময়ই অলোকের চোখ বরাবর, কিচির মিচির শব্দের নরম সুর। অপলক দৃষ্টিতে অলক, কখনো দৃষ্টি পাহাড়ী ভূমিতে, নৌকায়, সরোবরে, ঢেউ খেলানো অরণ্যে কখনো পিছন ভুমিতে।
সৌভাগ্যে ভর করে অলক বর্ণিলা ছোঁয়া নিজেই এখন বর্ণিল। কথা হলো ছুটিতে বর্ণিলা ভ্রমণে ছিল। সব কিছুতে উচ্ছ্বাস প্রাণ-প্রফুল্লতা আর শরীর থেকে সুখের মুক্তা ছড়িয়ে পড়ছে অবিরাম সেই মুক্তা ছড়ানো ছন্দে অলোক আজ পুলকিত একই ধারায় সেই সাথে আলোকিত উন্নত চিন্তা চেতনায় ভরপুর এক পথিক।
বর্ণিলার মুক্তা ছড়ানো পথে অলোক পথিক হয়ে চলতে থাকুক অবিরত ক্লান্তিহীন হয়ে- যেখানে বর্ণিলা সেখানে কখনও ক্লান্তি দেখা দিতে পারে না।
তারিখ: জুন ২৭, ২০২৪
রেটিং করুনঃ ,