বর্ণিলা সূচনা কথা- পর্ব-৪৯ ( উনপঞ্চাশ)
বর্ণিলা আবারো বর্ণিল নতুন নতুন সাজ-সজ্জায় এটি তার একটি দর্শনও বটে যে নতুন সাজ-সজ্জায় মনেও নতুন সাজ-সজ্জা হয় এই ক্ষেত্রে সে যথেষ্ট বিনিয়োগ করে নিজেকে মনকে প্রফুল্ল রাখার জন্য মনে শক্তি বাড়াতে প্রফুল্লতায় ভর করে কোন রকমের হতাশাকে প্রশ্রয় না দেওয়া। তার দর্শন সঠিক ভাবে প্রতিফলিত হচ্ছে সেই সাথে সাফল্য। জন্ম যেন তার কর্ম দিয়ে সাফল্যকে জয় করার।
মুখে সদা নির্মল প্রফুল্ল হাসি রাশি রাশি আলাপচারিতা, ভ্রমণ, সাহসিকতা ক্লান্তিহীন পরিশ্রম এই সব নিয়ে আজও বর্ণিলা বর্ণিল। অলোক তার ছয় বছরের ধাক্কা কাটিয়ে বর্ণিলাকে অনুসরণ করে এগিয়ে যেতে পারে একজন বর্ণিলা হতে অলোক পারবে তো ! অলেকের ভিতরের মন বলছে পারবে অলোক বর্ণিলা হতে, হতেই যে হবে না হলে তবে কেন এতো উত্তাল আলোড়িত চাঞ্চল্য মনে।
একটি প্রশ্ন চলে আসে প্রায় চার বছরের কাছাকাছি এখনো ফুটফুটে নতুন মুখের কোন সম্ভবনা নেই তবুও নেই হোন ডিপ্রেসনের আভাস বা চিন্তাযুক্ত কিছু যদিও সে থাকতে চায় নিজেই একজন শিশুর মতন সকল সময় এই বিষয়ে এমটাই ছিল উত্তর তা প্রায় এক বছরের অধিক কাল হবে।
ইদানিং অলকের দিনকাটে বিশেষ করে নির্মল অবসরে বর্ণিলা ভাবনায়, বর্ণিলা স্মৃতিতে সুখের পরশে- এটি এখন অলোকের সে এখন সাফল্যের পথে বর্ণিলাকে ভর করে। আসা হয় কাছে নানান কাজে চোখের সামনে প্রায় সময়ই সাথে চিরচেনা হাসি-মুখ, নান্দনিক চলাচল আর নানান আলাপচারিতা।
তারিখঃ মে ২৯, ২০২৪
রেটিং করুনঃ ,