বর্ণিলা সূচনা কথা- পর্ব- ৪৮
সৌভাগ্যের দোলনায় অলোক তাই ঠিক সামনে বিচরণ প্রায় সময়ই আর প্রায় সময় তার চোখ ঠিক তীরের লক্ষ্য বস্তুতে, যে দিকে বর্ণিলা সেই দিকেই তার চোখ শিকারী ধরার নেশা। মাঝে মাঝে হাই তোলা আর মুখে এক অনাবিল হাসি, পরিপূর্ণতার প্রকাশ, যা হয়তো গত রাতে যা ঘটেছিল দানে বা বিলিয়ে দিতে অনেক রাত জেগে থাকতে হয়েছিল – এটি খুব স্বাভাবিক। অলোকও এখন সেই ধারায় দান বা বিলিয়ে দেওয়ার এক মহা উৎসবের সফল অংশিদার
বেশ সময় কাল নেট হিসাবে ছয়ের উপরে তবে তা সপ্তাহ গড়িয়ে এক বা দুই শুভপ্রাতেরর সময়। খুলে দিয়েছে পরিপূর্ণতার এক উঠান যেন বর্ণিলা নিত্য অর্জিত সময়ের ধারায় প্রবাহিত শ্রেষ্ট সময় মেলা। সাজ-গোঁজে আর প্রফুল্লতায় অলোক আর সে এখন প্রায় একই বৃত্তে।
ছয় বছরের ধাক্কা কাটিয়ে আলোক এখন চিন্তাহীন, মন প্রফুল্লতায় ভরা, সাহসী মন আগের তুলনায়। উপরে উঠার তীব্র বাসনা, এড়িয়ে চলার নেতিবাচক থেকে ইতিবাচকের দিকে; সম্ভবনা আর নানান অর্থপূর্ণ ভাবনায় চলাচল।
বর্ণিলা চলে যেমন অনেক কিছু আড়াল করে ভিতরের অভাব আর ফুটিয়ে তুলে সব উৎসব মুখর প্রফুল্লতা অলোকও এখন তাই অনুুসরণ করবে এখন তার পাখা মেলেছে জীবন ভর করছে খোলা প্যারাসুটে, উড়ে উড়ে পৌঁছিয়ে যাবে সকল সফলতার শিকড়ে।
তারিখঃ মে ১২, ২০২৪
রেটিং করুনঃ ,