বর্ণিলা সূচনা কথা- পর্ব- ৪৭
মাঝে মাঝে যে সৌভাগ্য ধরা দেয় সেটি সত্য হলো, একই যানবহনে অলোকের ঠিক পিছনে বর্ণিলা; কম দূরুত্বে যতটা পরিপূর্ণতা পাওয়া যায় তাই পাওয়া গেল।
এটি ঘটনও ঘটে গেলো মাপ-দন্ডের ঠিক মধ্যখানে ঠিক তুলার স্পর্শ পাওয়া গেল যা সজীবতায় ধরে থাকলো বহু সময়কাল। অনুভূতির গভীরে বহু গভীরের অনুভূতি যা জীবন্ত।
ভ্রমণে সব সময়টুকুই কেটেছে যেন সে কর্মক্ষেত্রে জটিল সব কাজ আর ঝামেলা নিয়ে শান্তি মিলে নি একবিন্দুও তারপরও বিনয়ের আচরণে সমস্তই নিয়ন্ত্রণে ছিল।
ধৈর্য আর মোকাবেলার এক অসাধারণ সম্ভার তাই তার যেন সকল ক্ষেত্রে জয় ও সার্ধক।
তারিখ : মে ০৩, ২০২৪
রেটিং করুনঃ ,