বর্ণিলা সূচনা কথা- পর্ব-৪১
বর্ণিলা এখন খুব একটা বর্ণিল পোষাকে কর্ম-ক্ষেত্রে আসে না, খুব সাদা মাটা ধরণের তবে মুখে সব সময় একটি হাস্যোজ্জ্বল আভা লেগেই থাকে যদিও কর্মের বাইরে কোন কিছুই সিলেবাসে থাকে না। হাস্যোজ্জ্বলটা একটি সাফল্যের প্রকাশ; চলমান ও সামনের দিনগুলি নিয়ে চিন্তিত নয়, দিন কেটে যাচ্ছে পরিকল্পনা মত যেখানে অতিরিক্ত কোন ঘাটতি নেই যা স্বাভাবিক তাই, প্রাপ্তিতে পরিপূর্ণতা। জানান দিচ্ছিল কিছুদিন আগে সে এখনও শিশু, শিশুই থাকতে চায় নতুন করে শিশুর প্রয়োজন নেই তার এখন। চিন্তাহীন চেতনা থেকে এমন মনোভাবের প্রকাশ।
অলক কিছুকেই স্বাভাবিক ভাবে নিতে পারে নাই বা পারে না, নিজেকে একটি সমস্যার ভান্ডার আর নিজেকে নানান দুঃচিন্তায় আছন্ন করে রেখেছে। আগে একটি ধারণা ছিল টাকা দিয়ে সব কিছু মিঠিয়ে ফেলবে কিন্তু অর্থ অর্জনের পথটা দিনে দিনে সঙ্কচিত হয়ে আসছে আর তাই তার হিসাবে যত গন্ডগোল।
বর্ণিলা অলকের ঠিক উল্টা, চিন্তিহীন, ভয় হীন যেন রবি ঠাকুরের চিত্ত যেথা ভয় শূন্য উন্নত যেথা শির। অলক ভয় শূন্য থাকার চেষ্টা করেছে অনেক কিন্তু পরাজয়ের ভয় থাকে গিলে খেয়েছে। দেশ তথা বিশ্ব একটি মহা সংকটের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে তার দুঃচিন্তা অলককে গ্রাস করলেও বর্ণিলা অনড়, তার বৈশিষ্টে উজ্জ্বল।
অলকের ভীতরে বর্ণিলা প্রতিস্থাপক হোক যদি অলক একজন বর্ণিলা হয়ে প্রকাশ পায়।
তারিখঃ আগষ্ট ০৮, ২০২২
রেটিং করুনঃ ,