বর্ণিলা সূচনা কথা- পর্ব- বেয়াল্লিশ
যখন জীবন শুকায়ে যায়; দীর্ঘ-শ্বাস আসে ঘন ঘন, তখন সজীবতা ফিরায়ে পেতে বর্ণিলার দিকে চেয়ে থাকা আর তখনই ফুরায়ে যায় সকল শুষ্কতা। জীবন ভরে আশায়, সজীবতায়। কত সম্পদের সম্ভারে সে আজ পরিপূর্ণ!
বিগত দিনগুলিতে হঠাৎ করে বর্ণিলা আবার বর্ণিল সাজে আলো ছড়াচ্ছিল একটি সাহসিকতার পরিচয় দান একগুয়েমিতাকে দূরে হঠিয়ে। ক্ষণিক একগুয়েমিতা ছেড়ে , ক্ষণিক আপন ছন্দ বৈশিষ্টে বর্ণিলা এখন ভরপুর। তার প্রভাবও পড়েছে অলকের উপরও; সেও ইতিবাচকের পথে, এগিয়ে থাকার পথে।
নানান রঙ, দীপ্ত চেতনা, আলোকিত মন, মনের সৌরভ এইসব ধারায় অলক এখন চলতে চায়, ইতিবাচকের কিছুটা ফলাফল পাচ্ছে বলে ইতিবাচক এখন মাধায় ধারণ।
বর্ণিলা যা অলক আজ তা, অলক যা বর্ণিলাও তাই হোক, তবে সকল সময় বর্ণিলা অগ্রভাগের ভূমিকায় বর্ণিলাকে ভর করে অনুসরণ করে অলক। ফলাফল ভালো মিলবে কেটে যাবে জীবনের যত জটিলতা। বেঁচে থাকার কঠিন ভূমিকায় সাহস নিয়ে পরিপূর্ণ অর্থ নিয়ে।
তারিখঃ সেপ্টম্বর ১২, ২০২২
রেটিং করুনঃ ,