বর্ণিলা আগে থেকেই অলকের কাছে বিশ্ময়, সেই বিশ্ময়ের মাত্রা আরও যোগ হলো। যখন একটি পারিবারিক ভ্রমণে একই গাড়িতে বর্ণিলার পরিবার সাথে, অলকেরও। বেশি বেশ্মিত হলো বর্ণিলার মাকে দেখে, ধরণার চেয়ে অনেক কম বয়সের, আভিজাত্যের ছাপ সেই তারুণ্যের আবরণ শরীরে মনে, বর্ণিলার ছোট বোন একই বৈশিষ্ঠের তবে লম্বা বর্ণিলার চেয়ে। তারা তিনজনই যেন বোন, বান্ধবী।
অলকের জীবন ধারায় অলক অনেক হতাশ হলো, বর্ণিলার পরিবার এগিয়ে থাকা পৃথিবীর পথিক, আর অলক ও অলকের পরিবার পিছিয়ে পড়া পৃথিবীর পথিক।
ভ্রমনের কেন্দ্রে অলক ও তার পরিবার কোন বৈচিত্র্যতা দেখাতে পারে নি বা পারার কথা নয়, আগে থেকে জন-সম্মুখে শিল্প কলায় পিছিয়ে পড়া (কথা বলায়, কৌতুকে, নৃত্যে বা গান)। অলক কোন কিছুতেই এগিয়ে থাকার দলে নয় অনেক পিছিয়ে পড়ার দলে।
এটি বড় অভিজ্ঞার অর্জন হলো, সকলেই অনেক দিক দিয়ে এগিয়ে কিন্তু অলক অনেক দিক দিয়ে অনেক পিছিয়ে। বর্ণিলার পরিবার সহ বর্ণিলা ছিল নিজেদের পরিকল্পনার মত এগিয়ে চলার, নিজেদের মত জীবন কাটানোর, নিজেদের দাবি পুরণে সতর্ক। অন্যের ভাবনা নিয়ে তাদের ভাবার সময় নেই।
অলকের গর্ব বোধ, অহংকার সাজে না। জীবনের শুরুতে যা হয় নি, জীবনের শেষ ভাগে এসে নতুন করে শুরু করা সম্ভব যে নয় তা নিয়ে অলক বেশ সচেতন।
বর্ণিলা জীনের শুরু থেকে জীবন গড়ার জন্য যা প্রয়োজন তার পারিবারিক শিক্ষা নিয়ে তার পথ চলা আর সেই পথ ধরে তার এগিয়ে চলা। অলক তাই বর্ণিলার চলমান জীবনটাকে অনুশরণ করে কিছুটা তো এগিয়ে যেতে পেরেছে।
তারিখঃ এপ্রিল ০৩, ২০২১
রেটিং করুনঃ ,