বর্ণিলা সূচনা কথা- পর্ব- বতত্রিশ।
হিসাব মিলাতে গিয়ে দেখলো হিসাবের খাতা শূন্য তবুও অলক মনে করে যে সৌভাগ্যবান; জীবনের সূচক নিন্ম-মূখি কোথাও যেন কোন সাফল্য রেখা নেই যেখান থেকে জন্ম নিতে পারে সার্থক একটি জীবন ধারা। কর্ম-ক্ষেত্রের বাইরে কোন তার কাজ নেই। তাই বর্ণিলা সময় হরণ করে। অলকও চায় তার অসবরের সময়গুলি বর্ণিলা হরণ করুক যাতে আধুনিক চেতনার ও নতুন প্রজন্মের একটি ছোঁয়া সব সময় পায়।
বর্ণিলার সাথে তার এক সাথে যাওয়ার দিন, বিনিত অনুরোধে তা রক্ষা হলো যেন শিশুর মত করে যাত্রা শুরু তবে অগ্নিগিরির অনেক গভীরে কি আছে তা কেবল অলকের জানা ! মাঝে মাঝে এক পথে যাওয়ার পথটা এখনও খোলা আঝে তা জানান দিল বেশ।
দেখার আগ্রহে সব সময় একটি লুকোচুরি খেলা করে আড়ালে বিষন্নতা আর চোখের সামনে পর্যবেক্ষণে আলোকিত দিন ক্ষণ। অলক জীবনের অনেক কিছু না পেলেও বর্ণিলাকে পর্যবেক্ষণ যেন তাকে অনেক কিছু দিয়েছে।
অলকের ধারণা তার বুদ্ধি-মত্তা অনেক নিন্ম-সূচকে, স্মরণে থাকে না অনেক কিছু অথবা বিষয়ের ভীতরে যেতে সময় লাগে অনেক। অনেকের তুলনায় অনেক কম গুণাবলি নিয়ে তার দিন কাটানো। বন্ধুত্ব, প্ররিশ্রম সাহস কিছুই তার নেই এই সব উপলদ্ধি আজ প্রখর হলো যখন বন্ধুত্ব প্রবণ, প্ররিশ্রম ও সাহস বর্ণিলার মাঝে ভরপুর।
অলকের আশা বর্ণিলাকে সকল সময় দেখার অনুভূতির মধ্য দিয়ে কিছুটা সে সফল হবে। অলকের জানা নাই বর্ণিলার কোথায় কোথায় ঘাটতি ! সেই পথ ধরে সে চলেছে বলে তার কোন ঘাটতি নেই। আর অলক চলেছিল বা এখনও চলছে একাকিত্তের পথে; ভূল পথকে প্রধাণ্য দিয়ে যখানে চলতে চেয়েছে একাই ফলে বন্ধুত্ব, প্ররিশ্রম ও সাহস সবই বিলপ্তির পথে।
আশা শুধু বর্ণিলার দিকে চেয়ে থাকা অনুসরণের চেষ্ট করা সামনের নতুন প্রজন্মের উন্নত ধারার জীবনকে সাথে করে এগিয়ে চলা। নিজেও একজন নতুন প্রজন্মের স্বাক্ষী ও প্রতিনিধি হওয়া। বসে থাকার নেই নেই সময় গননা করে উৎকৃষ্ট সময় বের করে সঠিক ব্যবহার যেমনটা বর্ণিলার।
তারিখঃ নভেম্বর ৩০, ২০২১
রেটিং করুনঃ ,