বর্ণিলা সূচনা কথা – পর্ব- বাইশ
বাঁচার মত বেঁচে থাকা আর দশ জনের মত অলকের হাতে একটাই পথ খোলা সেই পুরাতন দিনের বর্ণিলাকে আবারও বর্ণিল করে সাজানো, নানান রঙের রঙে রাঙিয়ে তোলা। হোক তা স্বপ্নে, হোক তা বাস্তবে এটাই বিষন্নতাকে তাড়িয়ে আলোকিত হওয়ার একমাত্র পথ।
অলককে এখন বেঁচে থাকতে হবে তার নিজের প্রয়োজনে, মানুষের জীবনে নানান সংগ্রাম থাকে, সংগ্রাম করার উপলক্ষ্য আসে কিন্তু অলক কোন সংগ্রামের মুখোমুখি হয় নি আর মুখোমুখি হলেও তা ছিল আবেগীও এবং কোন ফলাফল বয়ে আনতে পারে নি।
অনেক গুলি আশার শিঁড়ি থেকে পড়ে যাওয়া আজকের অলক সত্যি সত্যি বিষন্নতাতে ভুগে তরতাজা ফুরফুরে হতে চায় এতোদিন সে তো শুধু অমঙ্গলের কথা দুঃচিন্তার কথা বিপদ সঙ্কুলের কথা ভেবেছে আর বয়ে নিয়ে এসেছে বড় ধরণের ব্যর্থতা। অথচ একদিন অলক ছিল উদ্দ্যামী, সাহসি পরিশ্রমি কিন্তু আজ সে কর্ম-বিমুখ। তাই সে বর্ণিলাকে ভর করে জীবনকে রাঙিয়ে নিয়ে একজন সফল ও মেধাবী মানুষের মত এগিয়ে যেতে চায়।
বর্ণিলাকে থাকুক ভাবনায়, চেতনায় বর্ণিলার এগিয়ে যাওয়ার পথ হোক অলকেরও পথ। অলক মনে করে বর্ণিলাকে ভর করে চললে জীবনে সফলতা আসবে, জীবন হবে প্রফুল্ল ও সাফল্যময়।
অলক আবারও নিজের মূল্যায়ন করে নিবে কতটুকু এগিয়ে যেতে পারলো নাকি তার স্থির ভাবনা চেতনায় সে পিছিয়ে পড়ে যাচ্ছে ক্রমাগত।
তারিখঃ জুন ০৮, ২০২১
রেটিং করুনঃ ,