ভালো মন্দ মিলায়ে এখন বর্ণিলা অলকের চোখে, অনুভবে, সামনের পথ চলাচলে। তারুণ্যের যে চিন্তা ধারা উচ্ছ্বাস এ সবই অলক অনুসরণ করে বর্ণিলার চলাচলে তার গতিবিধি দেখে।
অনেক দিন পরে অলকের সুযোগ হলো মুখোমুখি বসার, বর্ণিলাকে খুব নিঁখুত ভাবে অনেক সময় ধরে দেখার এক অপূর্ব সুযোগ। আগে চোখে পড়ে নি অলকের মনে হলো বর্ণিলার নাকটি খুব তিক্ষ্ন ও উঁচা নয় যেখানে একটি আভিজাত্য উঠে আসে। বুঝা যাচ্ছিল ভ্রুুু তে এখন যে তেমন যত্নবান না, যত্নবান হলে সৌন্দর্যে আকর্ষনের মাত্রা আরও বেড়ে যায় যদিও বর্ণিলার কৃত্রিমভাবে সৌন্দর্য বৃদ্ধির কোন কারণ নেই সে প্রকৃতির ছোঁয়ায় খুব সাবলিল ভাবে এক সৌন্দর্যের ভান্ডার নিয়ে তার মধ্যে সে পরিপূর্ণ। ঠোঁট তার এক কাব্য, স্বপ্নে আশায় প্রত্যাশায় ভরপুর। যেখানে কোন তৃষ্ণা জাগেনা, পরিপূর্ণ এক শান্ত দীঘি, সব বাসনার মিলন ক্ষেত্র যেখানে অবশিষ্ট থাকে না কোন বাসনা কোন স্বপ্নের রেশ।
রহস্য কাটে না সমতল ও পর্ব্বতমালার মধ্যে পার্থক্য দ্বন্দ্বে। জঙ্গল-মহলে যেখানে চিকন নদীতে শুষ্কতা ও শিশিরে শিশিরে ভিজিয়ে রাখা পানির স্রোত খেলা করে, ঢৈউ তোলে শিকারের আশায়, তুমুল যুদ্ধের বীর হয়ে অবশেষে ক্লান্তি, নিবিড় শান্তি।
বর্ণিলা থাকুক অলকের জীবনে একটি আলোক বর্তিকা হয়ে, শক্তি যোগানোর একটি শক্তি হয়ে।
তারিখ: মার্চ ১৪, ২০২১
রেটিং করুনঃ ,