বর্ণিলা সূচনা কথা-পর্ব-পঁচিশ
অলকের সামনে এখন অফুরন্ত সম্পদের ভান্ডার, যেগুলি বর্ণিলার দান; চলাচলে, উচ্ছ্বাস হাসিতে। আবারো নানা রূপ সম্পদ ভান্ডার হিসাবে দৃশ্যমান হচ্ছে যদিও করোনাকাল অনেক কিছুতে ধাক্কা দিচ্ছে, আশার পথগুলি বন্দ করে দিচ্ছে মাথার মধ্যে ঘোরপাক খাওয়াচ্ছে নানান অনিশ্চয়তা যেগুলিতে জন্ম নেয় হতাশা ভাব, ম্লান করে দেয় জীবনের উচ্ছ্বাস। এই ধারায় শুধু অলক নয়, ভীতরে ভীতরে অনেকের মধ্যে করুণ জীবন গাঁথা কথা।
দেশজুড়ে করোনার ধাক্কা এখন প্রবল তারপরও বর্ণিলা কথাধারা নানান রঙে বর্ণিল হয়ে উঠছে, পরিশ্রম কথা উচ্ছ্বাস কথা এখন নতুন আলো দেখানোর চেষ্টা করছে। মাঝে মাঝে বর্ণিলা অনুভূত হয়, কথা বিনিময় হয়, আগের মত বর্ণিলাকে অনুকরণের সময় পায়।
এই সময় পাওয়াটাই বড় কথা শত ব্যস্ততার মাঝে; এটাই নতুন পথ, নতুন পথ ধরে এগিয়ে চলার সূচনা ধারা। এই ধারাটুকু বজায় রাখতে পারলে অলকের বিজয় বর্ণিলাকে ভর করে যার স্বপ্ন, পথ চলা অলককে এগিয়ে নিয়ে যায় বা যাবে।
তারিখঃ জুলাই ০২, ২০২১
রেটিং করুনঃ ,