বর্ণিলা সূচনা কথা – পর্ব- নয়
বর্ণিলার সাথে কর্ম-স্থলে অলকের দেখা হওয়ার আজ এক বছর পূর্ণ হলো, দিনটার কথা বর্ণিলার মনে থাকা বা না থাকার কথা,ঘটমান সময় স্রোতে মিশে যাওয়ার কথা কিন্তু অলকের কখনও মুছে যাওয়ার কথা নয় দিনটা অনুভূতি দিয়ে হৃদয়ে গেঁথে থাকা। জীবনের সব দিনের কথা সব স্মৃতি কথা মানুষের ভুলে যাওয়া হয় না।
একটি বছর যে খুব দ্রুত পূর্ণ হলো এটি অলকের বেলায় যেমন সত্য ঠিক একই ভাবে বর্ণিলার ক্ষেত্রে আরো বেশি করে প্রযোজ্য, বর্ণিলা কর্ম জীবনে চমক দেখিয়েছে এক নিষ্ঠায়, একগ্রতায়, পরিশ্রমে ও সহনমীলতায় একই ভাবে গত বছরের মধ্য শেষ ভাগে তার বিবাহিত জীবনে প্রবেশ করা।
বিবাহিত জীবনে প্রবেশ করেও বর্ণিলা তার কর্ম ক্ষেত্রে কোন পরিবর্তন আনে নি যেন কর্মই তার বড় ধর্ম, ভালোবাসার জায়গা। পেনডামিকে চাকুরী নিয়ে একটি অনিশ্চয়তার মধ্যে পড়ার সম্ভবনা থাকলেও তা সে কাটিয়ে উঠেছে তার দক্ষতায়।
পেনডামিকের ভারে অলক যে খুব হতাশায় ডুবে যাচ্ছিল বর্ণিলা তা বেশ বুঝতে পারছিল বারবার জানতে চেয়েছিল অলকের কাছে মন ক্ষুন্ন হয়ে থাকার কী কারণ ! অলক সুস্পষ্ট ভাবে উত্তর করে নি বর্ণিলার কাছে মন ক্ষুন্ন হয়ে থাকার প্রকৃত কারণ! অলক জানত পেনডামিকের কারণে অলকের জীবনে নেমে এসেছে হতাশা, বিষন্নতা আলো উচ্ছ্বাস হারিয়ে যাওয়ার দিন।
আজ ঠিক এক বছর পরে অলক আবারও প্রাণ-বন্ত হয়ে উঠছে আলোকিত ও স্বপ্নময় আভায়, নিজেকে অলকের এখন অনেক ভালো লাগে অথচ ছয় নয় মাস আগে অলক ছিল হতাশায় আছন্ন। অন্যদিকে পেনডামিকেও বর্ণিলা ছিল বর্ণিল আলোকিত সকল সময়।
ঠিক এক বছর আগে যে ধারায় বর্ণিলাকে নিয়ে অলকের চিন্তা চেতনার সূচনা হয়ে ছিল তা একই ধারায় প্রবাহিত হোক বর্ণিলার কাছে এটাই অলকে প্রত্যাশা।
তারিখ: জানুয়ারী ০৫, ২০২১
খুব দ্রুতই পাঁচটি বছর কেটে গেল শুধু পার্থক্য চকচকে থেকে কিছুটা পুরাতনের ছাপ, গতি পথে আসতে পারত বড় একটি মোড় দ্বী-সম্পর্ক স্থাপনের সাড়ে চার বছর পেরিয়েছে কিন্তু নতুন প্রাণের সূচনা নেই। এটি কি ইচ্ছাকৃত নাকি জটিলতা থেকে যাচ্ছে প্রায় বছর দুই ধরে।
পাঁচ বছরে পরিপূর্ণতা এসেছে কর্মে, তবে শিশু সুলভ আচরণ বছরের পর বছর বিদ্যামান। বয়সও বেড়ে চলেছে হু হু করে। লাবণ্য হারিয়েছে গত দুই একস বছর ধরে যা ছিল পাঁচটি বছর আগে।।
তীব্রতা কমে নি অলকের একই ধারায় একই লক্ষ্য সামনে থেকেছে বর্ণিলা।
তারিখ: জানুয়ারী ০৫, ২০২৫
রেটিং করুনঃ ,