বর্ণিলার প্রতি অলকের আগ্রহ বোধটা আবারও বেড়ে যাচ্ছে, কাজের কারণে অলকে কাছে আসা একই গাড়িতে বাড়ি ফেরা টুকটাক কথা বিনিময় এই সবের কারনে আগ্রহে র্উধ্ব সূচক। অলকের কাছে বিষয়টি ইতিবাচক অনুভূতিতে র্উধ্ব মুখি নিন্ম মুখি সূচক খুবই চলমান। এখানে প্রকৃতির নিয়মের মত অনুভূতিতে জোয়ার আসবে ভাটা আসবে অনুভূতি একই জায়গান স্থির হয়ে থাকার বিষয় নয়। অলক বেশ বুঝতে পারে যে অনুভূতির প্রকৃত রূপ সহজে সঙ্গায় আনা যায় না এর পরিধি অসীম। একটি অসীম পরিধির পরিমন্ডলে অলকে বসবাসের ইচ্ছা আর সেই পরিমন্ডে বর্ণিলাও হোক স্থায়ি বা অস্থায়ি বাসিন্দা। অলকই চায় বর্ণিলা তার চিন্তা চেতনা বড় একটি প্রভাবক হিসাবে কাজ করুক।
কর্মের প্রতি বর্ণিলার যে একাগ্রতা এটাই বেশি আকৃষ্ট করেছে অলকে সেই সাথে তার সৌন্দর্যের সম্ভার, মেধা দীপ্তাতা, চাঞ্চলতা, সাবলিল যাকে সহজে প্রকৃতির সাথে মিশানো যায়!
বর্ণিলার সকল তারুণ্যবোধ, তার মেধার আভা প্রযুক্তির সাথে সম্পর্কতিতা, চলমান সাজ-সজ্জা ও পোশাকের প্রতি যে তার তুমুল আগ্রহ এই সবের প্রতি অলকে প্রকৃল দৃষ্টি, তাই বর্ণিলার সকল কিছুর প্রতি নিখুঁত ভাবে পর্যবেক্ষন। এই লাভের আশায় যে যদি বর্ণিলার মত হওয়া যায়, বর্ণিলার মত বাকি জীবনটাকে উপভোগ করা যায়, জীবনের মর্ম উদ্ধার করা যায়।
বর্ণিলা জীবনের ঝুঁক্কি ঝামেলার চেয়ে সুখ আনন্দকে বেশি করে পায় যেটা সে খুব সাবলিল ভাবে চায় তাই তার চলায় চেহারায় প্রকৃতির নিবিড় সংযোগ।
তারিখ: ফেব্রুয়ারী ১৭, ২০২১
রেটিং করুনঃ ,