বর্ণিলা সূচনা কথা- পর্ব- তেতত্রিশ।
বর্ণিলার সব বৈশিষ্ট ধারণ করে অলক এখনও এগিয়ে যেতে চায় কর্মে, যোগাযোগে নিজ দৃঢ়তার ক্ষেত্রে। কখনও বর্ণিলা মনের আড়ালে চলে গেলেও একটি সময় পরিক্রমায় অলকের মনন দখল নিয়ে থাকে। বর্ণিলা এগিয়ে যাওয়ার প্রতিক বিশেষ নতুন প্রজন্মকে কেন্দ্র করে। নতুনের সকল বৈশিষ্ট বর্ণিলার মাঝে সে খুঁজে পায়, সাথে খুঁজে পায় নানান স্বপ্ন, আশা। দ্রুত এগিয়ে চলার শক্তি।
অলক বর্ণিলা হতে চায় ঠিক যেন বর্ণিলার প্রতিচ্ছ্ববি। জীবনের পরিপূর্ণতা পেতে চায় একটি সার্থক জীবন যেখানে হতাশা দূর্বল আত্ম-বিশ্বাস খুব প্রখর। এখনও নিজের সকল দূর্বলতাকে ছাপিয়ে একক হয়ে নিজস্বতায়। যদিও আজকাল অন্য কাউকে অনুসরণ করার প্রয়োজন নেই নিজেই এক একজন মডেল; ধরণ কিন্তু তারপরও অলক বর্ণিলাকে অনুসরণ করে যেতে চায় যে ভাবে সে তার জীবনে সাফল্য অর্জন করেছে।
প্রতিটি দিন সময় অলকের অপেক্ষায় থাকে বর্ণিলার দিন। কেন যেন বর্ণিলা আজ খুব ক্লান্ত; ক্লান্তি কাটিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরিশ্রমের পথ সাফল্যের পথে মাঝে মাঝে ক্লান্তিরা হয় তো ভরও করে।
বর্ণিলার সকল আত্ম-বিশ্বাস, গতি পথ, প্রত্যয় অলকের মাঝে ফুটে উঠুক এটিই অলকের সকল চাওয়া আজ।
তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২১
রেটিং করুনঃ ,