বর্ণিলা সূচনা কথা – পর্ব- তেইশ
মনের অজান্তে হোক আর ইচ্ছা করেই হোক অলক এখন বেশি করে বর্ণিলাকে চোখে ও মনে ধারণ করতে চায় কেবল এটাই একটি সহজ পথ যে পথ ধরে অলক পুরাতন দিনে ফিরে যেতে পারে উন্নত ধারার জীবনে, প্রফুল্লময় জীবনে যেখানে গতি ছিল আশা ছিল।
অলক মনে করে আবার পুরাতন দিনের উপকরণ ও সময় কাটানোর কৌশলগুলি অনুসরণ করলেই ভালো সময় বয়ে আনবে মনের বিষন্নতাকে কাটিয়ে দিবে সাথে উপহার দিবে সার্থক ও প্রফুল্লময় দিন।
চোখে ও মনে বর্ণিলাবে বড় প্রয়োজন কিন্তু বর্ণিলা কাজের প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে কাছে আসে কথা বলে। আজ একটি আবদার করল আর অলক তা পূরণে বোন কার্পণ্য করলো না। ভাবনার জগতে অনেক ভাবনা ঝেড়ে ফেলে মাথায় একটি জায়গা দখল করে নিল – এমনটাই অলক চায় প্রফুল্লময় দিন, দুঃচিন্তাহীন দিন।
এখন অলক বুঝতে পেরেছে এই দুই বছরে অলকের খাতায় শুধু মাত্র অলসতা ঘর বেঁধেছে যা খানিক লাভের আশা দেখায় কিন্তু এই অলসতাই যে অলকের সকল পতনের মূল বা গৃহ বন্দীর দশা। কর্ম তৎ-ক্ষনাত কিছু না দিতেও পারলেও ভালো কর্মের ফলাফল কখনই বৃথা যায় না, এগুলি অলকের এক সময়ের দর্শণ থাকলেও কেন যে সমস্ত দশর্ণকে উল্টিয়ে দিয়েছে তাই এখন অলকের বড় বিষ্ময়ের।
অলক সব বাঁধা পেরিয়ে কৌশলে আবারো দ্রুত গতিতে এগিয়ে যাবে এটি তার বিশ্বাস। অলকের বড় ভরসা এখনও বর্ণিলা তার জীবনবে বর্ণিল করে দিবে দেখাবে আলোর পথ, পথ চলার পথ যেখানে প্রতিটি দিন সার্থক হয়।
তারিখঃ জুন ১০, ২০২১
রেটিং করুনঃ ,