বর্ণিলা সূচনা কথা- পর্ব- আটত্রিশ।
অনেক দিন ধরে বর্ণিলা মাথায় ঘোরপাক খায় নি আর তখনই অলক পরিবর্তিত হতে শুরু করেছে সব কিছুতে অনিহা অলস সময় কাটানো এবং ডিপ্রসনে প্রবেশ করেছে সব খানেই দেখেছে বন্দ পথ মুক্তি না পাওয়ার মত অন্ধকার তাই বর্ণিলা এখন আর শক্তি হাসাবে কাজ করে না। পর পর তিন মাসের ব্যবধানে প্রিয় দুইজনের চলে যাওয়া আর সামনে চলে আসা নানান আশাহীনতা সব মিলিয়ে ব্যর্থ হয়ে যাওয়া সবই করেছে অন্ধকারময়।
অলক এখন অনেক নিরানন্দ নানান দূর্চিন্তায় হতশামুখি ডিপ্রসন ঘিরে ধরেছে; অলকের এখন মনে হয় সকল দরজা বন্দ হয়ে অন্ধকারে হবে তার বাস আলোহীন আশাহীন হয়ে।
অলক জানে প্রফুল্লতা হারায়ে যায় আবার প্রফুল্লতাকে ফিরায়ে আনা যায়। ভরসা পথ একমাত্র বর্ণিলা যে শুধু মাত্র দেখাতে পারে আলো। আবারো জীবনে আসতে পারে আলোক বর্তিকা হয়ে।
বর্ণিলার একান্ত জীবন নিয়ে সময় নিয়ে, সেই বরাদ্ধকৃত সময়ে অনেক ব্যস্ত থাকার কথা এবং থাকে।
বর্ণিলা জোয়ার উঠায় তার সময়ে, অলকও চায় সেই জোয়ারের ছোঁয়া নিয়ে প্রফুল্ল থাকতে, ফুরিয়ে যাওয়া জীবন থেকে অফুরন্ত ধারার প্রবাহ বয়ে আনা। যেখানে থাকবে শুকায়ে যাওয়া জীবন থেকে প্রফুল্লতার ধারা, আলো আর আলো। বীর দর্পে চলা। বর্ণিলার আলোতে আরো আবারো আলোকিত হওয়া।
তারিখঃ মে ২৫, ২০২২
রেটিং করুনঃ ,